সবাই বলে বেষ্ট ফ্রেন্ড - TopicsExpress



          

সবাই বলে বেষ্ট ফ্রেন্ড নাকি শুধু একজন ই হয় কিন্তু আমি এটা মানি না তাই,আমার বেশ কয়েকজন বেষ্ট ফ্রেন্ডস আছে। #আজ আমার বেষ্ট অফ বেষ্ট ফ্রেন্ড এর #জন্মদিন সে নাকি আজ পৃথিবীতে এসেছিল। ছেলেটা #বাঁশ গাছের মতো বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি একদম ছোটদের মতো সহজ সরল আমার বন্ধুটি। ★★#HaPpY_Birthday_To_u_my_dear_sweet_Dosto★★#I_wish_u_r_always_be_happy_&_delight ★★ #আপনার সবাই আমার #দোস্তর জন্য দুআ করবেন ও যেন এই দিনটা জীবনে অনেকবার ফিরে পাই। #আল্লাহ যেন ওর মনের সকল #সৎ চাওয়া পাওয়া পূর্ণ করে দেন।
Posted on: Tue, 06 Jan 2015 18:04:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015