সম্প্রতি তথ্য মন্ত্রী - TopicsExpress



          

সম্প্রতি তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু একজন জনপ্রতিনিধি হয়ে সাংবাদিক ও বুদ্ধিজীবীদের নির্দেশ দিয়েছেন নিরপেক্ষ থাকার ভান না করে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের যে-কোনো একটি অবলম্বন করার। উনার এই ইঙ্গিত ও নির্দেশ সকল লেখক ও বুদ্ধিজীবীর জন্য অশ্রদ্ধা ও অপমানজনক, যার প্রতি আমাদের গুরুতর আপত্তি ও ক্ষোভ জানানো উচিৎ। উনার কাছে সেই ফ্যাসীবাদী নির্দেশ প্রত্যাহার করার জন্য এবং একজন রাজনীতিক ও মন্ত্রী হিসেবে গণতান্ত্রিক বিধান ও মূল্যবোধ মেনে চলার অনুরোধ জানিয়ে এই পিটিশনে স্বাক্ষর করার জন্য বন্ধুদের অনুরোধ করছি। avaaz.org/en/petition/Hasanul_Haq_Inu_Information_Minister_Bangladesh_Withdrawal_of_fascist_dictation/?copy
Posted on: Mon, 15 Sep 2014 12:23:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015