সময়ের চাহিদা - TopicsExpress



          

সময়ের চাহিদা :AGRICULTURAL ENGINEERING বাংলাদেশের সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি আনয়ন এবং খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষি সম্পর্কিত যাবতীয় শাখাসমুহের পাশাপাশি কৃষিতে আধুনিক প্রকৌশল প্রযুক্তি একান্ত অপরিহার্য.এটি উপলব্ধি করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৯৬৪সালে Agricultural Engineering এর যাত্রা শুরু হয়. এর সিলেবাস Physical,Biological ওSocial Science এর সম্মিলন যা Civil,Water Resources,Mechanical,Electrical ও Environmental Engineering কে সংযুক্ত করে.এর মুল বিষয়গুলো হল Farm Machinery,Irrigation& Water Management,Land Drainage& Reclamation,Surface&Ground Water Resources,Integrated Water Resources Management,Climate&Agriculture,Post Harvest Technology,Renewable Energy&Bio-reso urces,Simulation&Modeling,Low Cost Housing,Farm Environment&Structure,Storage Facilities&Computer Programming. কোথায় পড়বেন :তিনটি বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে পড়ানো হয়. ১.Bangladesh Agricultural University(BAU) তে ১৯৬৪সাল থেকে পড়াশোনা করে অসংখ্য ছাত্র-ছাত্রী তাদের কর্মক্ষেত্রে প্রবেশ করে চলেছেন.প্রতিবছর B.Sc কোের্স ১০০ জন করে শিক্ষাথী পড়াশোনা করছে. BAU এ M.Scতে ৩টি ডিপার্টমেন্টের আওতায় উচ্চশিক্ষার সুযোগ রয়েছে.সেগুলো হল: 1.Irrigation and Water Management 2.Farm Power and Machinery 3.Farm Structure এ পযর্ন্ত BAU থেকে Agricultural Engineering তে অধ্যয়ন করা ছাত্র - ছাত্রীর একটি অনুমিত তালিকা দেয়া হল: B.Sc-2000(+) M.Sc- 650(+) PhD. - 20(+) ২.Hajee Mohammad Danesh Science &Technology University তে Engineering Faculty -র আওতায় বতর্মানে ২০০৯সাল থেকে Agricultural Engineering এ শিক্ষাথীরা পড়াশোনা করে আসছে.বতর্মানে প্রতিবছর ৬০ জন করে এই বিষয়ে ভর্তি হচ্ছে. এ পযর্ন্ত 1st Batch এর ১৮ জন শিক্ষাথী সফলতার সাথে পাশ করে উচ্চতর শিক্ষায় মনোনিবেশ করেছেন. ২০১৫ সালের জানুয়ারি সেশন থেকে M.Sc programme চালু হবে দুটি বিষয়ে- 1.Irrigation and Water Management 2.Farm Power and Machinery ৩.Sylhet Agriculture University তে ২০১২ সাল থেকে Agricultural Engineering তে বি.এস.সি কোের্স প্রতিবছর ৬০ জন করে ভর্তি হচ্ছে. ৪.বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(BUET) এ M.Sc করার যথেষ্ট সুযোগ রয়েছে. ৫.এছাড়া Sheikh Mujibur Rahman Agriculture University এ Agricultural Engineering department এর আওতায় গবেষণা কর্ম করে আসছে এবং ভবিষ্যতে এখানে আরও প্রোগ্রাম চালু হবে. ইঞ্জিনিয়ার হিসেবে আপনি :সারাদেশের ইঞ্জিনিয়ারদের নিবন্ধন ও তাদের সব ধরণের কার্যক্রম পরিচালনা করে ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউশন,বাংলাদেশ (IEB).এর অনুমোদিতরা শুধু নিজেকে একজন ইঞ্জিনিয়ার হিসেবে দাবি করতে পারে. IEB এর মোট ৮টি ডিভিশন বা বিভাগ আছে. সেগুলো হল: 1.Civil Engineering 2.Mechanical Engineering 4.Electrical Engineering 5.Chemical Engineering 6.Agricultural Engineering 7.Computer Engineering 8.Textile Engineering এর মধ্যে একটি অন্যতম ডিভিশন হল Agricultural Engineering যা ১৯৯৪ সাল হতে IEB তে একটি সতন্ত্র বিভাগ হিসেবে তার কর্মকান্ড পরিচালনা করে আসছে. বিদেশে উচ্চশিক্ষা :বিদেশে উচ্চশিক্ষার জন্য Agricultural Engineer গণ অনেক সুযোগ পেয়ে থাকেন. Applied Science সম্পর্কিত বিদেশে এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই এই বিষয়ে উচ্চতর শিক্ষায় পড়ানো হয় না.বতর্মানে প্রচুর শিক্ষাথী BELGIUM,SWEDEN, ENGLAND,DENMARK, AMERICA, CANADA, AUSTRALIA, CHINA, JAPAN, SOUTH KOREA, MALAYSIA, INDIA ও বিভিন্ন দেশে উচ্চশিক্ষা নিচ্ছে. তাছাড়া একজন ইঞ্জিনিয়ার হিসেবে Science &Engineering এর অন্য বিষয়েও পড়াশোনার ও গবেষণার সুযোগ রয়েছে. বাংলাদেশে কর্মক্ষেত্র : 1.BAU,HSTU, SAU and OTHER AGRICULTURE, SCIENCE&TECHNOLOGY UNIVERSITY (as a Teacher) 2.Bangladesh Agricultural Development Corporation (BADC)-Asst.Engg 3.Barind Multipurpose Development Authority (BMDA) 4.Department of Agricultural Extension (DAE) 5.Bangladesh Agriculture Research Institute (BARI) 6.Bangladesh Rice Research Institute (BRRI) 7.Bangladesh Institute of Nuclear Agriculture (BINA) 8.Bangladesh Agricultural Research Council (BARC) 9.Rural Electrification Board(REB) 10.Bangladesh Water Development Board (BWDB) 11.Bangladesh Academy for Rural Development (BARD) 12.Bangladesh Sugarcane Research Institute (BSRI) 13.Rural Development Academy (RDA) 14.River Research Institute(RRI) 15.Water Resources Planning Organization (WRPO) 16.Bangladesh Sugar and Food Industries Corporation (BSFIC) 17.Palli Biddit Samity(PBS) 18.Technical School &College 19.Technical Education Board 20.Polytechnic Institute 21.Technical Education Directorate 22.Different Public and Private Banks 23.Non-governmental Organizations such as BRAC,PROSHIKA,RDRS etc. 24.Private Agro-business Institute 25.Different Agro-Industries like ACI Motors and others 26.Purpose of different Engineering Workshop এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)তে টেকনিক্যাল CADRE-এ কৃষি প্রকৌশল জায়গা করে নেবে এবং প্রতিটি উপজেলায় একজন করে কৃষি প্রকৌশলী নিয়োগ দেয়া হবে.
Posted on: Fri, 31 Oct 2014 02:09:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015