সহজে ফটোশপ শিখুন ফটোশপ - TopicsExpress



          

সহজে ফটোশপ শিখুন ফটোশপ হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় একটি ইমেজ এডিটিং সফটওয়্যার ।যে কোন ধরনের ছবিকে আর্কষণীয় করে তুলতে ব্যবহার হয় এই ফটোশপের। সকল ধরনের ডিজাইনারাই এই টুলটি ব্যবহার করে থাকে। বর্তমানে ফটোশপের কাজের ক্ষেত্র অনেক। ফটোশপ শিখে যে কেউ করে নিতে পারে নিজের কর্মসংস্থান কেননা দেশীয় এবং আর্ন্তজাতিক বাজারে রয়েছে এর ব্যাপক চাহিদা। আর এই চাহিদা দিন দিন বারছে । এই চাহিদার প্রতি লক্ষরেখে আমাদের প্রোফেসনাল ফটোশপ সিসি ট্রেইনিং। এখানে ফটোশপের বিগিনিং থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত দেখানো হয়েছে যেখানে ১৫ টি ক্লাস , ১০৫ টি ধারাবাহিক HD ভিডিও এবং ১৭ টি সম্পুর্ন প্রোজেক্ট ।কীভাবে ফটোশপের সকল টুলস, প্যানেল, মেন্যু ব্যবহার করে প্রোফেসনাল কাজ করা যায় সে সম্পর্কে দেয়া হয়েছে পুর্নাঙ্গ ব্যবহারিক ধারনা । যিনি কোর্সটি পরিচালনা করেছেন তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ প্রদান করে থাকেন। তাই আশা রাখি কোর্সটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ফটোশপসম্পর্কে পুর্নাঙ্গ ধারণা লাভ করা সম্ভবহবে ইনশাআল্লাহ্‌ । • সম্পুর্ন ১৫ টি ক্লাস • ১০৫ টি ধারাবাহিক HD বাংলা ভিডিও • ফ্রী ফটোশপ সিসি সফটওয়্যার • ফ্রী বাংলা ১০০০ ফন্ট ইংরেজি ২০০০ ফন্ট • ফ্রী ফটোশপ ব্রাশ • ফ্রী ফটোশপ প্লাগইন্স • কোর্সে ব্যবহৃত সকল রিসোর্সে এবং ইমেজ • আরো অনেক কিছু বিস্তারিত ঃ visualtrainingbd/adobe-photoshop-cc-bangla-video-tutorial/ যোগাযোগ ঃ +8801986827105
Posted on: Sun, 20 Jul 2014 04:04:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015