সুন্দরীদের জন্য খারাপ - TopicsExpress



          

সুন্দরীদের জন্য খারাপ খবরঃ ক্লাসে, রাস্তায় কিংবা মামাতো/খালাতো/ ফুফাতো ভাইরা আপনাকে অনেক "দাম দেয়"। আপনি নিজেকে গর্বিতও মনে করেন যখন অন্য যুবক আপনার পানে ফ্যাল-ফ্যাল করে তাকিয়ে থাকে আপনার ওজন তখন হালকা হয়ে যায় - আপনি আকাশে উড়তে থাকেন। মাটির স্পর্শ ভুলিয়ে দেয় আপনারঅহমিকার তেজ! কিন্তু জানেন কি? মেয়ে মানুষ দুই প্রকার... ১. প্রেম করার উপযোগী। ২. বিয়ে করার উপযোগী। সুন্দরীগন প্রথম শ্রেনীভুক্ত - অনলি ফর ফ্লাটিং! তাহারা শুধু ব্যবহৃৎ হন - সাময়িকমনোরঞ্জন (হোকনা সেটা দৃষ্টিসুখ না হয় আরেকটু বেশি!) খুব কম মানুষই যেনে শুনে তাদেরকে ঘরে তোলেন। ঠিক যেমন শো-রুমে ডিসপ্লে ডল এ সাজানো জামা পছন্দ করে দোকানের আলমারীতেরাখা আনকোরা ভাঁজ না খোলা জামা কিনে আনার মতই... যখন ইস্যু আসে বিয়ে বিষয়ে, তখন সবপুরুষের পছন্দই কিন্তু সুশীল, কমদেমাগী, শান্ত ভদ্র মেয়েটির দিকে। এমনকি ছেলের মা (যিনি নিজেও একজন নারী) এমন মেয়েকে তার ছেলে বউ হিসেবে খোঁজেন। জ্বি! আপনার মনে হতে পারে "লোকটার মানসিকতা কত নিচু দ্যাখ! কিভাবে লিখছে সুন্দরী মেয়েদের অপমান করে!!!" বুকে হাত দিয়ে বলুনতো সানি লিওন কিংবা শবনুর অথবা আপনার এলাকার জিন্স প্যান্টআর টাইট টপস্ পরে হাইহিলে টপক টপক হেটে যাওয়া জুলি আপুকে আপনার বিয়ে করতে ইচ্ছে হয়েছে? ____ সুন্দরীদের বলছিঃ স্টাইল এবং টাউটগিরি সম্পুর্ন ভিন্ন জিনিস! সময়ের সাথে চলা স্টাইল - আর সময়ের আগে চলা হলো টাউডারী! জীবনকে উপভোগ করার মানেই উগ্রতা নয় - শালীনতায়ও জীবনের সুন্দর রংগুলো ছুঁয়ে দেখা যায় লাইক দিয়ে পেজে একটিভ থাকুন।
Posted on: Mon, 24 Jun 2013 09:10:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015