সুপার সাজেশনঃ শেয়ার - TopicsExpress



          

সুপার সাজেশনঃ শেয়ার করুন.... বিষয়ঃ সাধারন বিজ্ঞানঃ ঐ মূল প্রশ্ন পত্র ১০০% #১মঅধ্যায়ঃ সংক্ষিপ্ত (২) ,রচনা মূলকঃ(২) #২য়অধ্যায়ঃ সংক্ষিপ্ত (৩) রচনা মূলকঃ(৩) #৩য়অধ্যায় সংক্ষিপ্ত (২) রচনা মূলকঃ (৩) #৪র্থঅধ্যায়ঃ সংক্ষিপ্ত (১) রচনা মূলকঃ (৪) #৫মঅধ্যায়ঃ সংক্ষিপ্ত (২,৩) রচনা মূলকঃ (১) #৬ষ্ঠঅধ্যায়ঃ রচনা মূলক, সংক্ষিপ্ত (১) #৭মঅধ্যায়ঃ রচনা মূলক সংক্ষিপ্ত (১) #৮মঅধ্যায়ঃ সংক্ষিপ্ত (৪,৬) রচনা মূলক (৩,৪) #৯মঅধ্যায়ঃ সংক্ষিপ্ত (১,৫,৩) রচনা মূলকঃ(৫,৩) #১০মঅধ্যায়ঃ সংক্ষিপ্ত (৩,২) রচনা মূলকঃ (১,৩) #১১মঅধ্যায়ঃ সংক্ষিপ্ত (১,২) #১২মঅধ্যায়ঃ সংক্ষিপ্ত (১,২) #১৩মঅধ্যায়ঃ সংক্ষিপ্ত (৫) রচনা মূলকঃ(৫) আপনার প্রিয় বন্ধুদের কে শেয়ার করুন গোল্ডেন প্লাস পেতে সক্ষম হন ধন্যবাদ #PSC #Since a set Page 49 ar rocoana mulok 1 Page 58 ar 5 Page 67 ar 5 #Short qusn Page 5 ar 2,3 Page 10 ar 3,1 Page 25 ar 1,2 Page 34 ar 1,2,3, Page 42 ar 2,3,4 Page 49 ar 9,3 Page 67 ar 3,4,5 Page 73 ar 1,2,3 Page 80 ar 2 ,3 Page 92 ar 2,3 4 B set Eigulo revision korte thako........... Page -5 sort(1) Page-10 sort (3) Page-17 rochana molok(3,4) Page-25 sort ans(1),rochana molok(4) Page-34 sort ans(4),rochana molok(3,5) Page- 42 sort ans(3,4) Page- 49 sort ans(2,3)rochana(2) -58 sort ans(1,2,6) Page-67 sort ans(5) rochana(2,5) Page-73 sort ans(2,3) rochana(1,3) Page- 80 rochana(5) Page- 86 sort ans(1,3) rochana(1,3,4) Page-92 sort ans(1,5) Page-99 sort ans(2,3) #psc genera science short questn. 1.khaddho srinkhol o khaddho jaler maje parthokko. 2.poribesh songrokhoner 5ti upay. 3.acid bristy ki? 4.eter vatay duson rudhe koroniota. 5.porimito khaddho ki?er gurutto. 6.khaddo songrokhoner gurutto. 7.jonosompod ki?kivabe jonosonkha k jonosompode porinoto kora jay? 8puter er output o input device er nam gulu likho. 9.bangladesh er 3ti prakritik durjug er nam likho. 10.nimnocap ki ?green house gase gulur nam likho. 1 11.glaxy kake bole?din o rat keno gote? 12.podartho kake bole 5prokar soktir nam likho? 13.dengu keno coray? protirude koronio. 14.arseni duson. 15.projukti bikash keno gote?krishi 3ti juger nam likho. 16.wildmild ki bornona koro,solar panel ki?... ক. সঠিক উত্তরটি খাতায় লিখ। ৪০টি (১ূ৪০) = ৪০ ১. দিন রাত্রির কারণ হল- i. পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে ii. সূর্য উদয় হয় ও অস্ত যায়... iii. পৃথিবী নিজ অক্ষের উপরে পাঁক খায় iv. চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে। ২. ঋতু পরিবর্তন হয় কখন? ক. পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার বলে খ. পৃথিবীর বার্ষিক গতির জন্য গ. পৃথিবীর আহ্নিক গতির জন্য ঘ. সূর্যের তাপমাত্রার পরিবর্তন ঘটে বলে। ৩. নিচের কোনটি সোয়াইনফ্লুর লক্ষণ? ক. নাক দিয়ে পানি পড়বে খ. ক্ষুধা বৃদ্ধি পাবে গ. শরীরে ঘাম হবে ঘ. চুলকানি হবে ৪. কোনটি সৌরজগতের বন্ধু নয়? ক. পৃথিবী খ. ধূমকেতু গ. গ্যালাক্সি ঘ. চাঁদ ৫. শুদ্ধ উত্তরটি চিহ্নিত কর? ক. চাঁদ একটি নক্ষত্র খ. চাঁদ একটি উপগ্রহ গ. চাঁদ একটি গ্রহ ঘ. চাঁদ একটি গ্রহাণু ৬. হাম, বসন্ত ইত্যাদি রোগ কিসের মাধ্যমে ছড়ায়? ক. পানি খ. বাতাস গ. মশা ঘ. খাদ্য ৭. নিচের কোনটি জাঙ্কফুট? ক. আলুভর্তা খ. রুটি গ. পটেটো চিপস ঘ. পরোটা ৮. খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহারের ফলে ক. দাঁত অকার্যকর হয় খ. ওজন বাড়ে গ. লিভার ও কিডনি অকার্যকর হয় ঘ. শিশু শুকিয়ে যায় ৯. জ্বালানি পোড়ালে বায়ুতে কোনটি বাড়ে? ক. অক্সিজেন খ. নাইট্রোজেন গ. নিয়ন ঘ. কার্বন ডাই- অক্সাইড ১০. চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়? ক. অক্সিজেন খ. কার্বণ ডাই-অক্সাইড গ. নাইট্রোজেন ঘ. জলীয় বাষ্প ১১. নিচের কোন রাসায়নিক পদার্থ খাদ্যে ভেজাল হিসেবে মেশানো হয়? ক. আয়োডিন খ. ফরমালিন গ. ক্যালসিয়াম ঘ. কার্বোহাইড্রেট ১২. উঁচু পর্বতের চূড়ায় পানি কীরূপ থাকে? ক. পানি খ. জলীয় বাষ্প গ. শিশির ঘ. বরফ ১৩. নিচের কোন কারণে বায়ু দূষিত হয়? ক. কীটনাশকের ব্যবহার খ. ইটের ভাটায় ইট পোড়ানো গ. যানবাহনের ব্যবহার ঘ. জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো। ১৪. সবুজ পাতার ক্লোরোফিল নিচের কোন কাজে সহায়তা করে? ক. খাদ্য তৈরিতে খ. বংশবৃদ্ধিতে গ. শ্বাসকার্যে ঘ. পরাগায়নে। ১৫. নিচের কোনটির জন্য প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল? ক. আলো খ. পানি গ. বীজ ঘ. খাদ্য ১৬. কোনটি নক্ষত্র? ক. শুক্র খ. চাঁদ গ. সূর্য ঘ. ইউরেনাস ১৭. কতদিনে চন্দ্রমাস পূর্ণ হয়? ক. ২৭ দিনে খ. ২৮ দিনে গ. ২৯ দিনে ঘ. ৩০ দিনে ১৮. পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে কোনটি? ক. শুক্র খ. চাঁদ গ. সূর্য ঘ. বুধ ও শনি ১৯. কোনটি ছোঁয়াছে রোগ? ক. বাতজ্বর খ. পাঁচড়া গ. হাঁপানি ঘ. রাতকানা ২০. এডিস মশা সাধারণত কখন কামড়ায়? ক. সকাল এবং সন্ধ্যার পূর্বে খ. সকাল এবং সন্ধ্যার পর গ. গভীর রাতে এবং দুপুরে ঘ. দুপুর এবং বিকাল। ২১. দেহে তাপশক্তি যোগান দেয় কোনটি? ক. শর্করা খ. খনিজ লবণ গ. পানি ঘ. ভিটামিন ২২. মাছে সাধারণ কোন পদার্থটি মেশানো হয়? ক. ক্যালসিয়াম খ. বিষাক্ত পাউডার গ. স্যাকারিন ঘ. ফরমালিন ২৩. হারমোনিয়াম থেকে কোন শক্তি পাওয়া যায়? ক. আলোক শক্তি খ. চুম্বক শক্তি গ. তাপ শক্তি ঘ. শব্দ শক্তি ২৪. নিচের কোন শক্তিকে কাজে লাগিয়ে পানি তোলা, নৌকা চালানো হয়? ক. সৌর শক্তি খ. তড়িৎ শক্তি গ. যান্ত্রিক শক্তি ঘ. বায়ু শক্তি ২৫. কাজ করার সামর্থ্যকে কী বলে? ক. শক্তি খ. বল গ. ক্ষমতা ঘ. দশা। ২৬. পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কী? ক. ধাতু খ. অধাতু গ. অণু ঘ. পরমাণু ২৭. শক্তির মূল উৎস কোনটি? ক. আগুন খ. সূর্য গ. প্রাকৃতিক গ্যাস ঘ. কয়লা ২৮. নিচের কোনটি ওজনবিহীন? ক. পানি খ. বায়ু গ. চুম্বক ঘ. আলো। ২৯. বায়ুতে সাধারণ কোনটি বেশি বিদ্যমান থাকে? ক. অক্সিজেন খ. নাইট্রোজেন গ. জলীয় বাষ্পট ঘ. কার্বণ ডাই-অক্সাইড ৩০. শ্বাসকষ্টের রোগীদের সিলিন্ডার থেকে কোন গ্যাস দেওয়া হয়? ক. হাইড্রোজেন খ. কার্বণ ডাই-অক্সাইড গ. অক্সিজেন ঘ. নাইট্রোজেন ৩১. আর্সেনিকযুক্ত পানি পান করলে কিরূপ সমস্যা সৃষ্টি হয়? ক. বুকে ব্যথা হয় খ. মাথায় ভীষণ যন্ত্রণা হয় গ. ঘনঘন পাতলা পায়খানা হয় ঘ. চামড়ায় ঘা হয়। ৩২. দূষিত পানি পান করলে মানুষ কোন রোগে আক্রান্ত হয়? ক. আমাশয় খ. বাতজ্বর গ. সোয়াইন ফ্লু ঘ. হাঁপানি। ৩৩. পরিবেশ দূষণে মানুষের সৃষ্টির কারণ কোনটি? ক. যানবাহনের কালো ধোয়া নির্গত করে খ. ভূমিকম্প গ. জলোচ্ছ্বাস ঘ. কালবৈশাখী ঝড় ৩৪. ক্লোরোফিলের বর্ণ কেমন? ক. সবুজ খ. হলুদ গ. লাল ঘ. সাদা ৩৫. সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার খাদ্য তৈরির সময় সবুজ উদ্ভিদ বায়ুর কোন উপাদানটি গ্রহণ করে? ক. কার্বন ডাই-অক্সাইড খ. নাইট্রোজেন গ. অক্সিজেন ঘ. জলীয় বাষ্প ৩৬. হিমাগারে কী সংরক্ষণ করা হয়? ক. চিংড়ি খ. পেঁয়াজ গ. গাজর ঘ. লবণ ৩৭. কিউলেক্স মশার কামড়ে কোন রোগ হয়? ক. ম্যালেরিয়া খ. গোদ গ. ইনফ্লুয়েঞ্জা ঘ. ডেংগু ৩৮. কয়লা ও হীরা উভয় কি দিয়ে তৈরি? ক. সিলিকন খ. কার্বণ গ. ফসফরাস ঘ. পটাসিয়াম ৩৯. কোনটি মাটিতে মিশে যায়? ক. প্লাস্টিক খ. পলিথিন গ. সিরিঞ্জ ঘ. কাগজের ঠোঙ্গা ৪০. Computer-এ কোনো কিছু কপি করতে হলে কী করতে হয়? ক. Save খ. Save in গ. Save as ঘ. Paste খ. খালিঘর পূরণ কর ১০টি (১ূ১০) = ১০ ১. কয়েকটি - যুক্ত হয়ে খাদ্য তৈরি হয়। ২. উদ্ভিদের সবুজ কনিকা হচ্ছে -। ৩. পলিথিন মাটিতে - হয় না। ৪. উচ্চস্বরে গান বাজালে - দূষণ হয়। ৫. আমাদের বেঁচে থাকার জন্য - অবশ্য প্রয়োজন। ৬. নলকূপের পানি সাধারণত -। ৭. ইউরিয়া সারের প্রস্তুতিতে বায়ু - গ্যাস ব্যবহার করা হয়। ৮. বিদ্যুৎ চমকানোর পেছনে - শক্তি কাজ করে। ৯. বার্গার এক ধরনের - ফুড। ১০. - সুস্থ রাখার জন্য নিরাপদ পানি প্রয়োজন। গ. সংক্ষিপ্ত উত্তর লেখ : (১০ূ১ = ১০) ১. পরাগায়ন কাকে বলে? ২. একটি খাদ্য জাল দেখাও। ৩. শক্তি কী? এর উৎস লিখ। ৪. বিকিরণ পদ্ধতি কী! ৫. জাঙ্ক ফুডের সুবিধা ও অসুবিধা দেখ। ৬. সংক্রামক রোগ কাকে বলে? ৭. গ্রহ ও নক্ষত্রের পার্থক্য লিখ। ৮. জলবায়ু কী! ৯. নবায়নযোগ্য সম্পদ কাকে বলে? ১০. বাংলাদেশে কখন প্রচুর বৃষ্টিপাত হয় এবং কেন? ঘ. ১ ও ২নং সহ মোট ৮টি প্রশ্নের উত্তর দাও : (৫ূ৮= ৪০) ১. পরিবেশ সংরক্ষণের উপায় লিখ। ২. পদার্থের গঠন বর্ণনা কর। ৩. বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলো লিখ। ৪. প্রযুক্তির ব্যবহারে মানবিক হতে হবে কেন? ৫. বাংলাদেশের বিকল্প জ্বালানির পরিচয় দাও। ৬. বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে কী কী হতে পারে? ৭. জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? ৮. ঋতু পরিবর্তন কেন হয়? ৯. খাদ্যদ্রব্য সংরক্ষণের উপায় লিখ। ১০. চিত্রসহ পানিচক্র বর্ণনা কর। #শুন্যস্থান পূরণ করিঃ ১। _____গেরিয়া বিদ্যুৎকেন্দ্র উৎপাদন হয় ২,ছোট ছোট মেঘ আসলে_____নিয়ে তৈরি হয় । ৩,রান্না ঘরে বিষাক্ত_____তৈর ি হয় । ৪.আমরা গান শুনি_____শক্তির মাধ্যমে । #প্রশ্নগুলো দেখি যাইঃ ১.সালোকসংশ্লেষণ কি? ২.চিত্রসহ পানিরচক্র বর্ণনা কর ? ৩.বায়ু দূষণ রোধের উপায় বর্ণনা কর ? ৪.পরিবেশ সংরক্ষণের ৫ টি উপায় লিখ ? ৫.বিকিরন পদ্ধতিতে কিভাবে তাপ সংশ্লেষণ বর্ণনা কর ?
Posted on: Fri, 29 Nov 2013 00:07:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015