স্বাভাবিক হয়েছে - TopicsExpress



          

স্বাভাবিক হয়েছে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল। বুড়িচং উপজেলায় মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হওয়ার ২০ ঘণ্টাপর ঐ রুট গুলোর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার শফিকুল ইসলাম কুমিল্লার বার্তা ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছন। তিনি জানান, বিকেল সোয়া ৪টার দিকে আখাউড়া রেল জংশন থেকে সূবর্ণ এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে। এর আগে ১৮দলের ডাকা অবরোধের দ্বিতীয় দিন রোববার রাত পৌনে ৮টায় উপজেলার রাজাপুর ইউনিয়নের সিন্দুরিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই স্থানে রেল লাইনের প্রায় ২০ ফুট পাত তুলে ফেলায় এ দুর্ঘটনার শিকার হয় আন্তঃনগর ট্রেনটি। এ সময় আহত হন ট্রেনের প্রায় শতাধিক যাত্রী। আহত যাত্রীদের কুমিল্লাসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর ফলে বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও নোয়াখালীর রেল যোগাযোগ। একই সঙ্গে বিচ্ছিন্ন হয় সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগও। দুর্ঘটনার পর রাতে পৌনে এগারোটার দিকে ঘটনাস্থলে রিলিফ ট্রেন এসে উদ্ধার তৎপরতা শুরু করে সোমবার বিকেল ৪টার পরে স্বাভাবিক হয় রেল যোগাযোগ। কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার শফিকুল ইসলাম আরও জানান, পাঁচোড়া এলাকায় রেল লাইনের ফিশপ্লেট (প্রায় ২০ ফুট) খুলে ফেলায় গোধূলী এক্সপ্রেসের ট্রেনের ইঞ্জিন ও ৫টি বগি লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ২০ ঘণ্টা চেষ্টা চালিয়ে ৪টার পরে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে রেলওয়ের সহকারী প্রকৌশলী ইরফানুল ইসলাম জানান, রাত সোয়া ১০টায় লাকসাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে পৌনে এগারোটায় উদ্ধার কাজ শুরু করে। এছাড়া আখাউড়া থেকে আরো একটি উদ্ধারকারী ট্রেন রাত পৌনে ১২টায় ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে লাকসাম জিআরপি (রেলওয়ে) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্লাহকে প্রত্যাহার করা হয়েছে। কুমিল্লা রেলস্টেশনের জিআরপি পুলিশের উপ পরিদর্শক (এসআই) আলী আকবর বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনাকে নাশকতা হিসেবে উল্লেখ করেন কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম ও বুড়িচং থানার ওসি মনিরুল ইসলাম। 11c5pDSC 0043 copyএদিকে ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে রেলপথ ও ধর্ম মন্ত্রী মুজিবুল হক ও স্থানীয় সাংসদ অ্যাডভোকেট আবদুল মতিন খসরু রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় মন্ত্রী কুমিল্লার বার্তা ডটকমকে জানান, এঘটনায় একটি তদন্ত কমিটি গঠনেরও নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্টদের। রেলমন্ত্রী এ দুর্ঘটনাকে একটি পরিকল্পিত ও নাশকতা মূলক কর্মকান্ড বলে উল্লেখ করে বলেন, জামায়াত শিবির ও বিএনপি এ ঘটনা ঘটিয়েছে। ১৯৭১ সালেও এরা ত্রিশলাখ বাঙ্গালীকে হত্যা করেছিলো এখনও এরা বিএনপির ঘারে চেপে নাশকতা চালিয়ে যাচ্ছে। মন্ত্রী হরতাল অবরোধের নামে এধরনের নাশকতা মূলক কর্মকান্ড থেকে থেকে বেড়িয়ে এসে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে অংশ গ্রহনের জন্যে বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আহবান জানান।
Posted on: Mon, 02 Dec 2013 14:48:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015