স্মোকি লুক - TopicsExpress



          

স্মোকি লুক আই::::::::::::::::::::::::::::::::::::::::::::::: (2) স্মোকি আই মেকাপে এখন নতুন যোগ হয়েছে মেটালিক ট্রেন্ড। বিশেষ করে উৎসব কিংবা পার্টিতে চোখকে অনেক বেশি হাইলাইট করার জন্য এখন মেটালিক স্মোকি আই মেকাপের সাহায্য নেয়া হয়। তাতে ব্ল্যাকের পরিবর্তে ব্যবহার করা হয় মেটাল টোনের নানারকম শেড। তাছাড়া চেহারায় উজ্জ্বলতা নিয়ে আসতে দরকার পড়ে হাইলাইটারের। সিলভার শেডের আরেকটি এক্সট্রা ডাইমেনশন আইশ্যাডো ব্যবহার করা হয় এ কাজে। সরু পেন্সিল ব্রাশের সাহায্যে চোখের ভেতরের কোণকে এই শ্যাডো দিয়ে হাইলাইট করে তোলা যায়। শ্যাডোর সামান্য এই ব্যবহার চোখের মেকআপের উজ্জ্বলতা বাড়িয়ে দেয়। মাশকারা ব্যবহার করুন সবার শেষে। এই মেকাপে চোখের পাপড়িতে ভারি মাশকারা লাগানো খুবই জরুরি। ব্রাউন, গ্রিন, ব্ল্যাক এই তিন রঙের লেয়ার সৃষ্টি করেও মাশকারা ব্যবহার করা হয় অনেক সময়। তারপর হালকা পাফ ব্যবহার করে চোখের নিচের অংশ ভালো করে মুছে ফেলুন। মেকাপ কমপ্লিট। তবে স্মোকি আই মেকাপের ক্ষেত্রে কিছু ব্যাপার মেনে চলতে হয়। বিশেষ করে চোখটাকে স্মোকি করে তুলতে মুখের অন্যান্য অংশের মেকাপ যেন খুবই হালকা হয় সে দিকে অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন। ঠোঁটে লিপস্টিক না ব্যবহার করা ভালো, করলেও গায়ের রঙের সঙ্গে মিলিয়ে একেবারেই হালকা কোনো রঙ। সবচেয়ে সুন্দর দেখায় লিপগ্লস ব্যবহার করলে। প্রতিদিনকার আয়নায় দেখা নিজের চেহারাকে একটু অন্যরকম করে তুলতে চাইলে এ মেকাপ একেবারে যথার্থ দাওয়াই। নিয়ম জানা থাকলে ঘরে বসেই যে কেউ করে ফেলতে পারেন। কেউ যদি অনেক বেশি ড্রামাটিক ইফেক্ট তৈরি করতে চান, তাহলে আইল্যাশগুলো কিছুটা কার্ল করে নিতে পারেন। তারপর মাশকারার কোট লাগিয়ে নিলেই হলো। লুক পাল্টে যাবে নিমেষেই, অন্যদের চেয়ে ভিন্ন হয়ে ওঠাও হবে সহজে। অনেকেই প্রশ্ন করেছেন চোখের স্মোকি আই লুকের জন্য....... তাদের জন্য ভিডিও ডার্ক স্মোকি আই উইথ নুড লিপ্স মেকাপটি ঝটপট শিখে নেন বিউটি এক্সপার্ট তানিয়া অপরাজিতার কাছ থেকে। https://youtube/watch?v=vT27FiKoGpk
Posted on: Thu, 25 Dec 2014 17:56:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015