হাঁ, বাঙ্গালীদের জন্য ও - TopicsExpress



          

হাঁ, বাঙ্গালীদের জন্য ও দেশের মানুষের কাছে আরেকটা সুসংবাদ সমাগত। রাজাকার শিরোমনি যুদ্ধাপরাধী গোলাম আজমের বিচারের রায় ঘোষণা হবে যেকোনদিন। তবে --- We have to prevent and resist all the evil and destructive activities of Jamat-BNP Razakar - which they have done after the verdict of Razakar Sayeedi We have to take all necessary (যার যা আছে , যে যেখানে আছি) preparation throughout the country, specially where Jamat-BNP are strong. • কেবল প্রশাসন ও ১৪৪ ধারা এবং পুলিশ-RAB–বিজিবি এর উপর নির্ভর করলে চলবে না। • যার যার পাড়া মহল্লা ও রাজপথে সক্রিয় থেকে জামাত-BNP-রাজাকার-শিবির ও তাদের দোসরদের রাজনৈতিকভাবে ও যথাযথ ভাবে (যার যা আছে , যে যেখানে আছি) মোকাবেলা করতে হবে। • AL, JL, SL, BCL ১৪ দল ও আমাদের MP রা কেবল বঙ্গবন্ধু এভিনুর সামনে, আওয়ামী লীগ অফিসের সমানে বক্তৃতা ও ধানমণ্ডি ৩ নম্বরে আওয়ামী লীগ অফিসে বসে টিভি চ্যানেলের সামনে বক্তব্য ও কথার বিপ্লব করলেই হবে না। • নতুন প্রজন্মের আন্দোলনের পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলসমূহ (আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল, সিপিবি – বাসদ্) এর উচিত হবে সারাদেশে রাজনৈতিক কর্মসূচী নিয়ে, শক্ত প্রতিরোধ গড়ে, রাজপথে থাকা। • সাংবাদিকরা যদি ঐ সমস্থ স্পটে যেতে পারে, ছবি তুলতে পারে, তবে আমাদের নেতা কর্মীরা কেন ঘটনা স্থলে যায় না , কেন জামাত-রাজাকার BNP দের প্রতিহত করছে না ! আমরা যদি, আলোস্য ভেঙ্গে এবং "অন্যেরা করবে" এই চিন্তা করে ও রিস্ক এর ভয়ে , জামাত-BNP-রাজাকার দের যথা যথ ভাবে মোকাবেলা না করি তবে কিন্তু ভবিষ্যতে "খবর " আছে! রিস্ক নিছেন না, জামাত-BNP রাজাকার দের যথা যথ ভাবে মোকাবেলা করবেন না - জামাত-রাজাকার-BNP এবার ক্ষমতায় এলে দেখা যাবে - আমরা কয়জন বাঁচি ও কয় জন বাঁচেন ! জয় আমাদের হবেই ইনসাল্লাহ কারন আমরা সত্য ও ন্যায়ের সাথে ও পথে আছি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
Posted on: Sun, 23 Jun 2013 08:56:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015