হেফাজতে ইসলাম - TopicsExpress



          

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংবাদিক সম্মেলনে ঘোষিত কর্মসুচী ================ ১) -১ নভেম্বর শুক্রবার সারাদেশে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হবে। ২) - ২ নভেম্বর হাটহাজারী পার্ব্বতী হাই স্কুল মাঠে মহাসমাবেশ। ৩) - ১৫ নভেম্বরের মধ্যে সকল বিভাগিয় শহরের মহাসমাবেশ। ৪) - সরকার দাবী না মানলে এবং ঘোষিত কর্মসুচীতে বাধা দিলে হরতাল সহ কঠিন কর্মসুচী দেয়া হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী নায়েবে আমির মৌলভী সামসুল আলম যুগ্নমহাসচিব মাওলানা সলিম উল্লাহ নাজিরহাট মাদরাসার মুহাদ্দিছ আল্লামা হাবিবুররহমান কাসেমী মোজাহেরুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা লোকমান ঐতিহ্যবাহী চারিয়া মাদরাসার মুহতামিম আল্লামা আব্দুল্যাহ হারুন সায়িদী ফতেপুর মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান। এতে লিখিত বক্তব্য পাঠকরেন হেফাজতের সাংঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামী বাদী।
Posted on: Sun, 27 Oct 2013 08:19:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015