হেফাজতের মহিলা শাঁখার - TopicsExpress



          

হেফাজতের মহিলা শাঁখার আমির আল্লামা মুহাম্মাদ ইউনুচ হাটহাজারী ছাহেব কি আমি কোন দিন স্মৃতি সৌধে বা শহীদ মিনারে যেতে দেখি নি। এমন কি নাই-বেল পাবার পরেও গিয়েছে কিনা আমার জানা নাই, চোখেও পরেনি। তবে এবার তার ১৮+ দল ক্ষমতায় আসলে কিন্তু একবার চন্দ্রিমা উদ্যানে যেতেই হবে। পীরের মাজার বলে কথা। বদ-রুদ্দজা ছাহেব না যাওয়ার কারণে দল থেকে বহিষ্কার হয়েছিলেন, তবে রাজাকার আব্দুর রহমান কিন্তু ঠিকই গিয়েছিলেন কামেল পীরের মাজারে। পাঞ্জেরী, কামেল পীরের মাজার কতো দেরি।
Posted on: Wed, 10 Jul 2013 08:29:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015