হাবিপ্রবি গবেষক দলের - TopicsExpress



          

হাবিপ্রবি গবেষক দলের মৎস্য প্রজাতি গবেষণায় পুরস্কার লাভ: হাবিপ্রবি গবেষক দলের মৎস্য প্রজাতি গবেষনায় পুরস্কার লাভ করেছে। পৃথিবীতে যে কয়টি সংস্থা জীববৈচিত্র্যের সংরক্ষন নিয়ে কাজ করে যাচ্ছে তার মধ্যে (IUCN) International Union for conservation of Nature) অন্যতম। IUCN প্রদত্ত তথ্য গুলোকে ভিত্তি হিসাবে ব্যবহার করে পৃথিবীব্যাপী বিপন্ন প্রায় প্রজাতিকে নিয়ে নানান ধরনের গবেষণা কর্ম পরিচালিত হচ্ছে। সম্প্রতি IUCN এর প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ২২ শে ডিশেম্বর ২০১৪ ইং রাজধানীর বঙ্গবন্ধু আন্তজাতিক সম্মেলন কেন্দ্রে IUCN দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, বিজ্ঞানী, গবেষক, প্রকৃতিবিদ, নীতি নির্ধারকগন তাদের গবেষনা কার্যক্রম উপস্থাপন ও প্রদর্শন করেন। উক্ত অনুষ্ঠানে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের ফিসারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের এসোসিয়েট প্রফেসর ও চেয়ারম্যান ইমরান পারভেজ ও তার গবেষণা কর্তৃক “Present status and Potential Risks towards Extinction of threatened fishes of Northwest Bangladesh” শিরোনামে প্রদর্র্শিত পোষ্টারটি সেরা পাঁচ এর পুরস্কারে ভূষিত হয়। ক্যাম্পাস লাইভ
Posted on: Thu, 01 Jan 2015 09:20:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015