হাসিনার অধীনে যাব না, - TopicsExpress



          

হাসিনার অধীনে যাব না, একলা হলেও সরব না:-----খালেদা।ম্যাঠাম গোলাফি, হাসিনার অধিনে যাবেন না তো কার অধীনে যাবেন?? মইন ইউ আহমেদ?? ফকর উদ্দিন?? ম্যাঠাম, তত্ত্বাবধায়ক ব্যাবস্থাকে আপনারাই ধ্বংস করে গেছেন। আজিজ, কে এম হাসান, প্রায় সাড়ে চারশত দলীয় ক্যাডারদের নির্বাচনী কর্মকর্তা নিয়োগ, ইয়াজ উদ্দিনকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগ কি নিরপেক্ষ ছিলো?? এক কোটি চল্লিশ লক্ষ ভূতুরে ভোটার?? ভুলে গেছেন??বর্তমান সরকার এমন কোনো কাজ করেনি যার জন্য আদালত কতৃক বিলুপ্ত হওয়া তত্ত্বাবধায়ক সরকারের আবারও প্রয়োজন আছে। সংবিধানের আলোকে অন্য কোনো প্রস্তাব থাকলে জাতির সামনে তুলে ধরুন। যুক্তি সঙ্গত হলে হয়তো সরকার মেনে নিবে। কিন্তু কিছু না বলেই খামোকা আন্দোলন করে কোনো লাভ হবেনা। ক্ষতি আপনাদেরই হবে।
Posted on: Sun, 20 Oct 2013 15:59:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015