হোস্টেল লাইফ স্টুডেন্ট - TopicsExpress



          

হোস্টেল লাইফ স্টুডেন্ট সমাচার - মেডিকেলে যারা চান্স পায় নরমাল-ই তারা একটু পড়ুয়া হয়.....হাজার কাজ থাকলেও বইটা ঠিকই পাশে রাখতে হয়....তারপরেও হোস্টেলে এসে বিচিত্র কিছু স্টুডেন্টদের সন্ধান পেলুম..... :) ১.এদের লাইফে সম্ভবত দুইটা জিনিসই আছে.... পড়ালেখা আর ঘুম.....অন্য যে কোন কাজই এদের কাছে time waste বলে মনে হয়.... :o ২.এরা কিছুটা ভাবুক টাইপের হয়.....বই সামনে নিয়ে তারা যে ঠিক কি চিন্তা করে তা হয়ত তারা নিজেরাও জানেনা.... অনেকসময় ভাবতে ভাবতেই এদের রাত কেটে যায়..... ;) ভালো তো, ভালো না?!! ৩.এরা হল বিশিষ্ট চ্যাটবিদ...... খাওয়া নেই, ঘুম নেই অনরবত এরা চ্যাট করেই চলেছে.....এদের বইপত্র সাধারনত ট্রাংকে তালাবদ্ধ অবস্থায়-ই পাওয়া যায়.... :v ৪.এরা হল স্বনামধন্য সিগারেটখোর.....একমূহুর্তের জন্য সিগারেট হাতছাড়া হলে এদের কাপাকাপি শুরু হয়ে যায়.....যতই গরম পড়ুক, যতই গা ঘামুক সিগারেট না পেলে এদের কাপুনি থামানোর সাধ্য কারোর নেই...... :-/ এতকিছুর অমিল থাকার পরেও একটা দিক দিয়ে মোটামুটি সবাই এক....আর তা হল হতাশা..... কেউ হতাশ পড়া একটু কম হয়ার জন্য আবার কেউ হতাশ কি পড়বে সেটা বুঝতে না পারার জন্য......!!! হতাশা শব্দটা সম্ভবত মেডিকেল লাইফের জন্যেই সৃষ্টি...... :o #পুনশ্চ : আমার সাথে ৩ নং টাইপের স্টুডেন্টদের ব্যাপক মিল পাওয়া গেছে... :p
Posted on: Sun, 04 Jan 2015 06:19:06 +0000

Recently Viewed Topics




© 2015