হায়রে "bKash"! টাকা পাঠানো এতো - TopicsExpress



          

হায়রে "bKash"! টাকা পাঠানো এতো ঝামেলা কেন? বাসার পাশে ৩০-৪০টা বিকাশের দোকান অথচ টাকা পাঠাতে পারলাম না। সব দোকানেই শুধু পার্সোনাল নাম্বারে টাকা পাঠায়। এজেন্ট নাম্বারে কেউ টাকা পাঠায় না। এজেন্ট টু এজেন্ট নাকি ট্রানজেকশন হয় না। এক দোকানে যাওয়ার পর বলে, : এতো দরকার হলে নিজেই একটা একাউন্ট খুলে নেন। খুব সহজ! : কীভাবে খুলবো? : আইডি কার্ড আছে কোন? : না : ভোটার আইডি? : নাই : পাসপোর্ট? : নাই : ড্রাইভিং লাইসেন্স? : নাই : অন্য যেকোনো আইডি কার্ড? : নাই ব্যাটা আমার দিকে এমনভাবে তাকালো যেন ভূত দেখছে দিনের বেলা। আসলে আমার স্কুলের আইডি কার্ডটা সেই কবেই হারিয়ে ফেলেছি। কলেজেরটাও নষ্ট হয়ে গেছে পানিতে ভিজে। আর ভার্সিটিতে আলসেমির কারনে এখনও কার্ডটাই বানাতে পারি নি। ভোটার আইডি কার্ডটাও পাই নি এখনও। এইগুলা কি আমার দোষ বলেন? :P
Posted on: Tue, 24 Sep 2013 06:06:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015