হতে পারতাম হসপিটালের - TopicsExpress



          

হতে পারতাম হসপিটালের লাস্ট বেডের কংকালসার সেই Withdrawal syndrome এর রোগী টা.......অথবা Insomnia কে আঁকড়ে ধরা সেই মানুষটা,যার দুচোখ হাজারো স্বপ্নের জানান দেয়........ তার অর্ধমৃত কোষগুলো যেখানে বেচে থাকার হাহাকারে তাড়িত করে তাকে সারাটি ক্ষন.......অতি অপ্রাক্রিত প্রত্যাশা গুলো তার মাথা চাড়া দেয় সারাক্ষন, ধমনীর দূষিত রক্তের বেগ আবেগী প্রবাহে বেচে থাকার শেষ আহবান, এতো সবকিছুর নাটকীয়তায় ঘটতো আমার পার্থিব মৃত্যু,এক অযাচিত নাটকের শেষ অংশ............ কিন্তু কেন এমনটা হলোনা আমার সাথে????? কেন আমার শারীরিক মৃত্যুকে ধোকা দিয়ে আমার মনের অপমৃত্যু ঘটলো??????????? আর কিছু ই তো নয়,তোমাকে অপরিসীম ভালোবাসার সীমিত দোষ ই তো আমার দ্বারা হয়েছিলো........ এতো ছোট অন্যায়ের এতো বড় শাস্তি আমাকে ই কেন পেতে হলো???????????????????
Posted on: Wed, 26 Nov 2014 13:25:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015