১) প্রতিষ্ঠানের সার্বিক - TopicsExpress



          

১) প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্ব পালনের স্বার্থে প্রতিনিধিস্বরূপ ৩ সদস্য বিশিষ্ট একটি executive committee থাকবে। ২) Executive committe এর মেয়াদ থাকবে ৬ মাস। ৩) Executive committe এর প্রত্যেক সদস্যার আলাদা dpt. থাকবে এবং তারা ঐ dpt প্রধান প্রতিনিধি হিসেবে গণ্য হবে। ৪) Account Officer এবং Communication and Coordinating Officer নামে দুটি পোস্ট থাকবে এবং প্রতি পোস্ট এর দায়িত্তে একজন থাকবে। দুটি পোস্ট এর মেয়াদ ই এক বছর হবে। ৫) প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হওয়ার ১ বছরের মদ্ধে কেউ তার শেয়ার ফেরত নিতে পারবে না । ৬) প্রতিষ্ঠানের প্রত্যেক সদস্যকে অন্য সদস্যদের সাথে বন্ধুসুলভ এবং আন্তরিক সম্পর্ক বজায় রাখতে হবে । ৭) প্রতিষ্ঠানের আচরণ বিধি ভঙ্গ করলে তা শাস্তি যোগ্য হিসেবে গণ্য হবে । ৮) আচরণ বিধি অথবা কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে কোন সদস্য কে বাদ দেয়া অথবা অন্য কোন শাস্তি দেয়া ইত্যাদি সকল সদস্যার মতামতের ভিত্তিতে নেয়া হবে । ৯) কোন সদস্যকে বাদ দেয়া হলে তার মূলধন এবং লভ্যাংশ এর ৪০% জমা রেখে বাকি ৬০% সরবচ্চ ২ মাসের মধ্যে ফেরত দেয়া হবে । ১০) প্রতিষ্ঠানের লাভ এবং ক্ষতি শকল সদস্যকে সমান ভাবে ভাগ নিতে হবে । ১১) যে কোন লভাংশের ৫০% জমা রেখে বাকি ৫০% সদস্যদের মাঝে বণ্টন করা হবে অথবা প্রয়োজনে সকলের মতামতের ভীতিতে পুরোটাই জমা রাখা হবে । ১২) প্রত্যেক সদস্যকেই তার নিজ নিজ দায়ীত্তের জন্য জবাবদিহিতা করতে হবে । ১৩) প্রতি মাসে একটি সাধারণ সভা করা হবে । ১৪) Account Officer প্রতি মাসের সাধারণ সভায় প্রতিষ্ঠানের সার্বিক আর্থিক অবস্থা তুলে ধরবে । ১৫) Account Officer তার ভুলের জন্য দায়ী থাকবে এবং এর জন্য তার জবাবদিহি করতে হবে । ১৬) প্রতি মাসের সাধারণ সভার খরচাবলি প্রতিষ্ঠানের টাকা দ্বারা পরিচালিত হবে । ১৭) ২ জন সাধারণ সদস্যার নামে প্রতিষ্ঠানের হিসাব কোন ব্যাংক এ খোলা হবে এবং Account Officer এর স্বাক্ষর এবং অন্যান্য সদস্যদের সম্মতিক্রমে তারা টাকা তুলতে পারবে । Executive committee :- Reaz, Robin, Reza . Account Officer :- Rizvi Communication and Coordinating Officer :- Falguni. Last Date of Submitting Money :- 15/07/13 (5000) tk
Posted on: Tue, 02 Jul 2013 19:45:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015