১ম বন্ধু : দুস্ত জানিস তোর - TopicsExpress



          

১ম বন্ধু : দুস্ত জানিস তোর ভাবী কালকে আলুর তরকারীতে ভুল করে বলসাবান দিয়ে ফেলেছিল । ২য় বন্ধু :|আর তুই চুপচাপ কোন কিছু না বলে খেয়ে ফেললি ? ১ম বন্ধু : আরে না রাগে ত আমার নাখ-মুখ দিয়ে সাবানের ফেনা বেরিয়ে এসেছিল । আমার গতকালের সর্বশেষ স্ট্যাটাস এ আমি ভুলবশত আলুর জায়গায় বলসাবান দিয়ে ফেলেছি এখন অনেকেরই নাক-মুখ দিয়ে ফেনা বেরুচ্ছে। তারা আমাকে নারীবিদ্বেষী ভেবে ভুল করছেন । আমার non sense of humor একটু বেশী develop করে ফেলেছে তাই, আমি আসলে যে কথাটি বলতে চেয়েছিলাম তা ঘুলিয়ে ফেলেছি! আমি নারী শিক্ষার এবং নারী ক্ষমতায়নের পক্ষে ।এই ব্যপারে আমার বক্তব্য স্পষ্ট। আপনাদের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার আগে traditional mindset থেকে বেরিয়ে আসতে হবে। প্রথমে লক্ষ্য নির্ধারণ করুন পরে যাত্রা শুরু করুন। অযথা শখের বশে রাস্তায় গাড়ি চালিয়ে যানজট বাড়াবেন না।
Posted on: Sun, 22 Sep 2013 16:49:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015