২০মিনিট হাতে আছে তো? ইরা - TopicsExpress



          

২০মিনিট হাতে আছে তো? ইরা আর আদ্রি একই কলেজের একই ডিপার্টমেন্ট এ পড়ে৷ ইরা ১ম বর্ষে আর আদ্রি ২য় বর্ষে৷ দুজনের পাশাপাশি ই ক্লাস শুধু মাঝখানে বাধা হিসেবে একটি মাত্র হার্ডবোর্ডের ভেড়া৷ তাও বাধাটি অতো সমীচীন হয়ে দাড়ালোনা, কারন কলেজের দুষ্ট ছেলেদের সুবাদে হার্ডবোর্ডের মাঝখানে সৃষ্টি হয় অনেকগুলো বড় বড় ছিদ্রের যার ফলে এক ক্লাস থেকে অন্য ক্লাসের ছেলেমেয়েদের খুব সহজেই দেখা যায়৷ আর এই ছিদ্রগুলোর একটিতেই আদ্রি প্রথম দেখে ইরাকে৷ প্রথম দেখাতেই ইরাকে ভালো লেগে যায় আদ্রির৷ প্রথমদিনেই অনেকবার চোখে চোখ পড়ে আদ্রির৷ পুরো ক্লাস জুড়ে আদ্রি তাকিয়ে থাকে পাশের ক্লাসের দিকে৷ ক্লাস শেষে আদ্রি তার একটা বন্ধুর মাধ্যমে জানতে পারে মেয়েটির নাম ইরা৷ তারপর থেকে আদ্রির মাথায় শুধু একটি ই নাম-ইরা ৷ এই প্রথম কোন মেয়েকে নিয়ে এতো ভাবছে আদ্রি৷ এই মেয়েটিকে দেখার পর থেকেই আদ্রির মনে হচ্ছে সে যেনো তার সেই কল্পনার সুহাসিনীর সন্ধান খুঁজে পেয়েছে শুধু ধরার বাকি৷ যাকে নিয়ে আদ্রি তার কল্পনার রাজ্যে কতবার কাশবনে হেটেছে, ভিজেছে বৃষ্টির অঝর ধারায় আর একগুচ্ছ কদমফুল নিয়ে বলেছে ভালোবাসি তোমায়৷ পরের দিন ক্লাসে ইরা এসে ঠিক আগের জায়গায়টিতেই বসেছে৷ আদ্রি ও তার আগের জায়গায় গিয়ে বসেছে৷ আগের দিনের মতো এইদিনেও আদ্রি এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইরার দিকে ইরাও তা অনেকবার লক্ষ্য করল৷ কিন্তু তারপরও ইরা এসে প্রত্যেকদিন ঠিক একই জায়গায় বসত যেখান থেকে ছিদ্রটা দিয়ে তাকে ষ্পষ্ট দেখা যেতো৷ কিছুদিন যাওয়ার পরই আদ্রি তার একটা বন্ধুকে দিয়ে ইরাকে জানায় যে তার ইরাকে অনেক পছন্দ হয়েছে কিন্তু ইরা আদ্রির বন্ধুকে জানায় যে ইরা বিবাহিত৷ খবরটি শুনে আদ্রির অনেক খারাপ লাগার কথা হলেও অতটুকু খারাপ লাগেনি আদ্রির৷ আদ্রির কাছে বিষয়টি সত্যি মনে হয়নি তাই পরেরদিন নিজে এসে ইরাকে জিগ্যেস করল আদ্রি, সত্যি তার বিয়ে হয়েছে কিনা৷ কিন্তু ইরা তার জবাবে অটুট যে সত্যিই তার বিয়ে হয়েছে৷ এইবার সত্যিই মন খারাপ হয়ে গেলো আদ্রির৷ কিন্তু ইরাকে সে বন্ধু হিসেবে হলেও পেতে চায়৷ ইরাও বন্ধুত্বের স্থানটুকু দিলো আদ্রিকে৷ বন্ধুত্বের বন্ধনেই চলছে তাদের সম্পর্ক৷ নিয়মিতই কথা হয় তাদের৷ আদ্রি খুলে বলে তার স্বপ্নরাজ্যের সেই সুহাসিনীর কথা যে কিনা দেখতে অনেকটাই ইরার মতো৷ এইদিকে কলেজে নতুন ভর্তি হয় সিনথিয়া নামের একটি মেয়ে৷ আদ্রির তাকেও খুব ভালো লাগে৷ মেয়েটিও বেশ সাড়া দিচ্ছে৷ দুই- তিনদিন চোখাচোখির পর তাকে জানালে রাজি হয়ে যায় সিনথিয়া৷ কিন্তু বিষয়টি সম্পর্কে আদ্রি এখনো কিছুই জানায়নি ইরাকে৷ তাই ভাবছে ইরাকে আজ ফোন করে সব বলবে৷ এদিকে আদ্রির সাথে কথা বলতে বলতে আদ্রির উপর দূর্বল হয়ে পড়ে ইরা৷ সে ভাবছে আজকে সত্যিটুকু খুলে বলবে, যে সে অবিবাহিত৷ এইভেবে আদ্রিকে ফোন দিচ্ছে ইরা তার আগেই নিজের মোবাইলটা বেজে উঠলো৷ আদ্রির ফোন........ -হ্যালো, তুমি?? তোমাকেই কল করতে নিছিলাম, তার আগেই তুমি করে ফেললে৷ -তাই, কেনো??? -একটা কথা বলবো ভাবছি৷ -তাই? আমিও তোমাকে একটা কথা বলার জন্য কল দিয়েছি৷ ok আগে তুমি কি বলবা, বলো৷ -না, আগে তুমি বলো৷ -ok বলছি৷ আমাদের কলেজে নতুন সিনথিয়া নামে একটি মেয়ে ভর্তি হয়েছে, ওকে কালকে প্রপোজ করছিলাম, ও রাজি হয়েছে৷ এখন ভাবছি ওর সাথেই রিলেশনটা চালিয়ে যাবো৷ কথাটি শুনা মাত্রই চোখে জল এসো গেলো ইরার৷ তারপরও নিজেকে সামলিয়ে রাদ্রির কথা গুলো শুনছে ইরা...... -ও ও কি দেখতে তোমার কল্পনারাজ্যের সুহাসিনীর মতো??? -না, একদমই না৷ -তাহলে??? -তাহলে আরকি, হয়তোবা ঐ ধরনের মেয়ে আমার ভাগ্যে নাই৷ তা না হলে তোমার বিয়ের আগে তোমার সাথে দেখা হলো না কেনো??? Ok যাইহোক ,এইবার তুমি কি বলবে, বলো.... -কই? কিছু বলবোনাতো৷ -কেনো তুমি ই তো বললে, কি বলবে৷ -ভুলে গেছি৷ পরে বলবো৷ -তোমার কি মন খারাপ??? - নাতো, আমি ঠিক আছি৷ -না তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার মন খারাপ৷ আচ্ছা তোমার husband কে তো এখনো দেখলাম না৷ ওর একটা ছবি পাঠাইয়ো৷ -ok পরে৷ আচ্ছা তুমি যে বলেছিলে তোমার gf কে প্রথমে কদমফুল দিয়ে propose করবে৷ তো দিয়েছো??? -হুমম, একটা বন্ধুর বাড়িতে গাছ আছে, ওকে বলে রেখেছি৷ কালকে সকালে গিয়ে নিয়ে আসবো৷ ইচ্ছে ছিলো বাদলো দিনের প্রথম কদম তোমাকেই দান করব৷ তা আর হলো কই??? কি আর করার, কদম ফুলের অন্তর্দানটুকু না হয় আমার কল্পনারাজ্যের সুহাসিনীকেই করলাম৷ থাকুক সে আমার কল্পনার রাজ্যে৷ বাস্তবে তাকে নাই বা পেলাম৷ আচ্ছা লাইনটা কাটো কাটো......সিনথি য়া কল দিছে৷ ইরা লাইনটা কেটে দিলো সাথে সাথে নিজের জীবন থেকেও কেটে গেলো একটি লাইন৷ আজ থেকে ইরার কাছে আদ্রি সিনথিয়ার bf. আর আদ্রির কাছে ইরা বিবাহিত রূপেই থাকলো৷ ইরা এখন মাঝেই মাঝেই আদ্রিকে সিনথিয়ার সাথে ক্যাম্পাসে প্রেম করতে দেখে৷ যা দেখে ইরার চোখে সকালের শিশির বিন্দুর মতই জমে একফোটা অশ্রু৷ যা কিনা সকালের রোদেই মিলিয়ে নেয় ইরা৷ নিজেকেই দোষী মনে করে ইরা৷
Posted on: Sat, 19 Jul 2014 16:36:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015