২০১৩-১৪ BPL মৌসুমের Dream Team! - TopicsExpress



          

২০১৩-১৪ BPL মৌসুমের Dream Team! দলটা দেয়া হল প্যাকেজ আকারে- #গোলকিপার Beat me if you can! শহীদুল ইউসুফ সোহেল..... ২৭ ম্যাচের এই লীগের ১৪টিতেই ক্লিন শিট! মাত্র ১৬টি গোল হজম করেছেন যা লীগের যে কোন গোলকিপারের ক্ষেত্রে সর্বনিম্ন। সোহেল ছিলেন ঢাকা আবাহনীর বিশ্বস্ততার কেন্দ্রে। ফ্রি কিকের সামনে দাঁড়ানোর দুর্বলতা কাঁটিয়ে ওঠেছেন সম্ভবত। তবে হঠাত্‍ বাজে গোল হজম করবার ব্যাপারটা দ্রুত ও পুরোপুরি কাঁটিয়ে ওঠতে পারলেই হয়। Asian Games এ প্রধান গোলকিপার তার হওয়াটাই নিশ্চিত ছিল। কিন্তু একটি লোকাল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ পুলিশের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সে এই মুহূর্তে জাতীয় দলে তার অবস্থান লিটনের পিছে। অন্যান্য টিপিকাল কোয়ালিটির বাইরে সোহেলের সবচেয়ে বড় গুণ তার রিফলেক্স ও পেনাল্টি ঠেকাবার সহজাত দক্ষতা। #Defence to deal with নাসিরুল-সামাদ-সুজন-ওয়ালী প্রথম কথা তো ওই ১৪টি ক্লিনশিট। স্ট্রাগল করলেও পরিস্থিতি ভালোই সামাল দিয়েছে এই ডিফেন্স। কেউ অবশ্যই কোন ইন্টারন্যাশনাল ম্যাচে এই ডিফেন্স লাইন নামাতে চাইবেন না। কিন্তু এটাও ঠিক যে স্থিতিশীলতা ও বিপক্ষ দলকে আঁটকে রাখবার ক্ষেত্রে ঢাকা আবাহনীর এই ৪ জন ছিলেন সফল। আবাহনীর বিপক্ষে লীগের ৩ ম্যাচে শেখ জামাল মাত্র ১টি গোলই করতে পেরেছে। দলটির কাছে Fed Cup এ ৩ গোলে হারলেও Independence Cup এ ২-১ এ জেতার পেছনে অবদান ছিল ডিফেন্ডারদের। নাসিরুল ফিরেছেন আড়াই বছর পর। সুজন আর ঘরের ছেলে সামাদ ক্যারিয়ার শেষের ক্ষণ গুণছেন। সুজনকে নিয়ে তো ম্যাচে ম্যাচে অভিযোগ ওঠেছে। ধারাবাহিকতার চূড়ান্ত দেখানো ওয়ালী গত বছরের SAFF Championship থেকে নিজেকে হারিয়ে ফিরছেন। তবুও ভীষণ আস্থার সাথে এই অভিজ্ঞ ৪ জন কাঁধে কাঁধ মিলিয়ে আবাহনীকে বার বার রক্ষা করেছেন। #Spicy midfield region মিশু-কোমল-শাহেদ-জামাল-প্রাণতোষ-সুয়ারেজ-তৌহিদ ফরোয়ার্ডদের ব্যর্থতায় ৩য় লেগের আগ পর্যন্ত ভীষণ ভুগেছে ঢাকা আবাহনী। আর সেই সময়ে দলকে আগলে রেখেছিল লীগের সবচেয়ে কার্যকর এই মিডফিল্ড লাইন আপ। ফরোয়ার্ডদের জন্য বলের জোগান তো ছিলই- তাদের ব্যর্থতা দেখে শুধু বলের জোগান দিয়েই বসে ছিলেন না তারা। লীগে আবাহনীর ৩৬ গোলের ১৪টিই করেছেন তারা। Dynamic RWB নাসির করেছেন ২ গোল। মানে পুরো লীগে আবাহনী মাত্র ২০টি গোল পেয়েছে তাদের বিদেশি ফরোয়ার্ডদের থেকে। অবস্থা এক পর্যায়ে এত খারাপ ছিল যে ১ম লেগের শেষ ম্যাচ থেকে ২য় লেগের অষ্টম ম্যাচ পর্যন্ত টানা ৯ ম্যাচ গোল করতে পারেনি দলটির ফরোয়ার্ডরা। মিশু করেছেন ২ গোল। তার দারুণ এক ফ্রি কিকে চট্টগ্রামে স্পিরিটেড স্বাগতিকদের হারায় ঢাকা আবাহনী। সুয়ারেজ পেয়েছেন ৪ গোল। এই ৪ গোলের বাইরে তার জোড়া গোলে Independence Cup এর কোয়ার্টার ফাইনালে শেখ জামালকে হারিয়েছিল আবাহনী। গত মৌসুমে লীগ ও সব ধরণের টুর্নামেন্ট মিলিয়ে শেখ জামালের ৩ হারের ১টি ছিল সেই ম্যাচ। ৩ গোল করা জামাল নিজের ফিটনেস নিয়ে কাজ করলে অনেক দূর যাবেন। ফেনী সকারের বিপক্ষে ৮৩ মিনিটে করা গোলটি ছিল তৌহিদের একমাত্র এবং তা দলকে জয় এনে দেয়। আর ৪ গোল করা শাহেদ খুব সম্ভবত গত লীগের সেরা মিডফিল্ডার ছিলেন। অনবদ্য ও কমপ্লিট এক Play Maker। বিভিন্ন কারণে স্পেনের ৩য় ডিভিশনের Villareal Bর হয়ে খেলার সুযোগ হারিয়েছিলেন ২০০৯ সালে। চেষ্টা করলে এখনও বিদেশের ভালো লীগে খেলবার যোগ্যতা রাখেন তিনি। #Super trio ওয়েডসন-এমেকা-সনি এই এটাকিং লাইন আপ দেখলে প্রতিপক্ষের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা অনুভূতি বয়ে যাবে। লীগে শেখ জামালের ৭৭ গোলের ৬০টিই করেছেন এই ত্রয়ী। ওয়েডসন ২৬, এমেকা ২১ ও সনি ১৩টি। বেশ কিছু ক্ষেত্রে ওয়েডসন আর সনি মিডফিল্ড থেকে বল টেনে গোল করে এসেছেন। এদের ব্যাপারে নতুন করে কিছু বলার নেই। বিদেশি বাদ দিয়ে সেরা Local Forward লাইন ছিল কাদের? #Local forward এমিলি-ওয়াহেদ ইনজুরিতে পড়ে এমিলি লীগের শেষ ৫ ম্যাচ খেলতে পারেননি। ১ম লেগের প্রতিটিতে হয় সাব হয়ে খেলেছেন ওয়াহেদ না হয় শুরুতে নামিয়ে পরে তাড়াতাড়ি উঠিয়ে নেয়া হয়েছে। এই অবস্থা লীগের প্রথম ১২ ম্যাচে। তারপরও দলের ৩৬ গোলের ২৪টি করেছেন এই ২ জন। ওয়াহেদ ১৫টি ও এমিলি ৯টি। যারা মোহামেডানের লোকাল ফরোয়ার্ডদের সমালোচনা করেছেন তারা একবার আবাহনীর দিকে তাকান। ১০০ ভাগ বিদেশি ফরোয়ার্ড নিয়েও মোহামেডানের চেয়ে কম গোল পেয়েছে তারা। পুরো দল ব্যালেন্সড্ হওয়া লাগে। শুধু শুধু ফরোয়ার্ডদের দোষ দিয়ে লাভ নেই। ২৫ গোল হজম করেছে মোহামেডান। Vincent না থাকলে পরিস্থিতি আরও বেশি খারাপ হত। লীগের অর্ধেক সময় পর্যন্ত ১০০ ভাগ বিদেশি ফরোয়ার্ড খেলিয়েও মাত্র ১০টি গোল পেয়েছে Sheikh Russel। শুধু ৩য় লেগেই দলটির ১৫টি গোলের সবগুলো করেছেন লোকালরা যার ১২টিই ফরোয়ার্ডদের। গত ১ যুগে ওয়াহেদ ৪র্থ লোকাল ফরোয়ার্ড যিনি লীগে ২ অঙ্কের গোল পেয়েছেন। অবশ্য এমিলি, এনামুল ও মিথুনের মত লীগের টপ স্কোরার হতে পারেননি। কিন্তু তাতে তার কৃতিত্ব খাটো হয়ে যাচ্ছে না মোটেও।
Posted on: Thu, 06 Nov 2014 08:45:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015