২০১৪ অস্কারকে যেভাবে বলা - TopicsExpress



          

২০১৪ অস্কারকে যেভাবে বলা যায়:- লক্ষ্য পুরনের ক্ষেত্রে The Great Gatsby আর Frozen এর জুড়ি মেলা কঠিন।এদুটি মুভিই দুইটা ক্যাটেগরিতে মোননয়ন পেয়েছে এবং দুটোতেই বাজিমাত করেছে। অস্কার জয় যে কতটা কঠিন সেটা American Hustle,Nebraska,Captain Phillips আর The Wolf of Wall Street দের দেখলে ধারনা করা যায়।এই মুভিগুলো যথাক্রমে ১০টি,৬টি,৬টি এবং৫টি মোননয়ন পেলেও শেষ পর্যন্ত অস্কার ধরা দেয় নাই। < 3 >এবারের অস্কারে চমক হল Gravity।সবাই জানে James Cameron, Wachowski ব্রাদার আর Christopher Nolan এর পর সাই-ফাই মুভিকে আরও একটি নতুন রূপ দিয়েছেন পরিচালক Alfonso Cuarón,কিন্তু এই রূপের ঝলক যে এমন সৃষ্টি ছাড়া সেটা কেই বা ভেবেছিল। ৯১ মিনিটের মুভিটি ১০ টি মোননয়নের ৭ টাই নিজের করে নিয়ে সাই-ফাই মুভিকে নতুন ভাবে চিনিয়ে দিয়েছে। 12 Years a Slave মুভি দিয়ে ব্রাড পিটের অপেক্ষার অবসান হলেও Matthew McConaughey এর কাছে আবারও হেরে গেলেন DiCaprio।রেকর্ড ৫বার অস্কার মোননয়ন এমনিতেই তাকে অনন্য উচ্চতাই উঠিয়ে দিয়েছে,এখন শুধু অপেক্ষার পালা। অস্কারের পথ যতই দীর্ঘ আর কঠিনই হোউক না কেন DiCaprio যে একদিন এটা জয় করবে,সেই ব্যাপারে আমরা সকলেই আশাবাদী।
Posted on: Mon, 03 Mar 2014 06:47:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015