২০৫০ সালের - TopicsExpress



          

২০৫০ সালের স্কুলের পোলাপানের দরখাস্ত লেখার স্টাইল। 10/04/2050 বরাবর প্রধান শিক্ষক বিদ্যালয় : জিতু সাহা জিত উচ্চ বিদ্দায়ল। বিষয় : পরীক্ষার ফি মাফ করার জন্য দরখাস্ত ! ------------------------------ -------- Dude, সালাম দিয়া লজ্জা নিলাম না। কথা হইতাছে গিয়া, বাপে আমারে ৫০০০ টাকা দিছিল ফিস দেওয়ার লাইগা। ১০০০ টাকা দিয়া সিনেমা দেখছি, ১৫০০ টাকা দিয়া ক্যান্টিনে পার্টি দিছি, ৫০০ টাকা আমার নতুন জান পাখির মোবাইলে ফ্লেক্সি পাঠাইছি, আর ২০০০ টাকা বাজিতে হাইরা গেছি। ইংরেজি ম্যাডামের লগে সমাজ স্যারের ইটিশ-পিটিশ চলতাছে, এই লইয়া বাজি ধরছিলাম। কিন্তু ম্যাডামের লগে ইটিশ- পিটিশ তো চলতাছে আপনার লগে । এখন আপনার কাছে দুইটা রাস্তা খোলা : ফিস মাফ; নাইলে পর্দা ফাঁস !! ইতি আপনার একান্ত অবাধ্যগত ছাত্র খাইয়া তো আর কাম নাই, নাম কইয়া বাঁশ খাই । আর কি ??
Posted on: Fri, 02 Jan 2015 08:49:54 +0000

Trending Topics



ody" style="min-height:30px;">
I grew up in a Scotland at the grim height of Thatcherism, had my
Hello everyone, I am looking for 7 persons, just 7 persons who
Dios te salve María del rocío Señora. Luna, Sol, Norte y
Hey guys! So as I said a couple of days ago I started the T25 home

Recently Viewed Topics




© 2015