'সুইসাইড এবং কিছু সুন্দর - TopicsExpress



          

'সুইসাইড এবং কিছু সুন্দর স্বপ্নের মৃত্যু' নাম প্রকাশে অনিচ্ছুক আমাকে যদি কেউ প্রশ্ন করে- "পৃথিবীর সবচেয়ে জগন্য এবং নিকৃষ্টতম ভুল কোনটি ?" আমি এক মূহুর্তও চিন্তা না করেই উত্তর দেবো -"সুইসাইড" । পৃথিবীতে আপনি যতো বড় ভুলই করেন না কেন সব রকম ভুল করার পরেও আপনার নিজেকে শোধরানোর পথ থেকে যায় । কিন্তু এই একটি মাত্র ভুল "সুইসাইড" করার পরে আপনার নিজেকে শোধরানোর আর কোনই পথ অবশিষ্ট থাকে না । হতে পারে পৃথিবী আমার জন্য বৈরী,পৃথিবীতে আমাকে কেউ ভালোবাসে না । তাই বলে সুইসাইড করতে হবে ? আমাকে কেউ ভালো না বাসুক ।আমি নিজে তো আমাকে ভালোবাসি ।সবার আগে তো আমার নিজের ভালোবাসা । যে তুমি অন্যের ভালোবাসা না পেয়ে আজ সুইসাইড করার কথা চিন্তা করছো সেই তোমাকে বলছি- তুমি নিজেই তো নিজেকে ভালোবাসতে শিখোনি । তুমি অন্যের ভালোবাসা পাবে কী করে ? আগে তুমি নিজেকে ভালোবাসতে শিখো ।তখন দেখবে তোমাকে ভালোবাসার লোকের কোন অভাব হবে না ।তোমার একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য তখন শত সহস্র মানুষ হুমড়ি খেয়ে পড়বে ।
Posted on: Wed, 25 Sep 2013 15:03:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015