----------------- CV FORM ATE -------------- ROBIUL HOSSEN - TopicsExpress



          

----------------- CV FORM ATE -------------- ROBIUL HOSSEN PICTURE Mobile number : +8801…………….. E-mail : robiul.hossen16@gmail Mailing Address : North kattali ,Munshipara Colonel Hat, Chittagong. —————————————————————————————————- Objective To continuously hone and improve my expertise and knowledge in the field of communication engineering and to apply my skills aptly for enhancing the value of the firm and thereby the larger society. Professional Experiences Employer : QUBEE Duration : 7th January 2011 – continuing Position of field : Installation Engineering Department : Installation & OLS Company Location : Bangladesh Educational Background Bachelor of Science in CCE (Computer and Communication Engineering) Institution : International Islamic University Chittagong CGPA : 3.50 out of 4 Thesis/Project : Higher Secondary Certificate Discipline : Science Education Board : Chittagong Result : GPA 5.00 out of 5.00 Year of passing : 2006 Secondary School Certificate Discipline : Science Education Board : Chittagong Result : GPA 4.94 out of 5.00 Year of passing : 2004 Experience Of Computer Skill # W3xplorers Bangladesh # New Horizon Key Qualities # Strong appetite for leading, honest life and dignity # Aspiration to a career showing superior performance # Hard working, sincere and eager to learn # Ability to take responsibility and work under pressure Language Proficiency Bengali : Mother Tongue English : Verbal, Written Hindi : Verbal Computer Literacy Software : Microsoft Office, MATLAB & Simulinks Programming : C/C++, ASP.net Database : MS access, MySQL Operating system : LINUX Enterprise 5, All version of Microsoft windows Computer networking : LAN setup, MAN setup, Wireless LAN setupWindows Administration : Installation and Administration of WINDOWS 2003 server Other : Diagnose, Troubleshoot and solve the problem for desktop computer, notebooks and network connectivity problem Hobbies and Interests Traveling, Reading books, Gossiping with friends Personal Vitae Father’s name : Jashim Uddin Mother’s name : Tohamina Akter Date of Birth : April, 06, 1989 Gender : Male Marital Status : Single Blood Group : AB+ Nationality : Bangladeshi Referees Engr. Razu Ahmed Assistant professor Department of CCE IIUC Mobile number : +8801195098608 Email : razu17@yahoo Engr. Abdullah Al Masud Lecturer Department of CCE IIUC Mobile number : +8801811193995 Email : iammasud@yahoo ———————————————————————————————————— এই সিভিতে কি কি ভুল আছে ?? প্রথমত ঃ objective, আপনার Objective কোম্পানির কাছে বড় কিছু না। আপনার জীবনের লক্ষ্য, উদ্দেশ্য… এইসব কোম্পানির কাছে কিছুইনা, তাদের কাছে এটা অপ্রাসঙ্গিঙ্ক, আপনি চাইলে লিখতে পারেন । কিন্তু এড়িয়ে চলা ভাল, মনেরাখবেন সিভি যত ছোটো ও অর্থবহ করে তোলা যায় ততোয় ইন্টারভিউতে ডাক আসার সম্ভাবনা বেড়ে যায়। আর একটি কথা, বৃত্তান্তে আপনার বাবা, মা এর নাম, আপনি ধুম্পান করেন কিনা, আপনার উচ্চতা, রক্তের গ্রুপ দেওয়ার কোন দরকার নাই। মনে রাখবেন এটা চাকরীর বৃত্তান্ত আপনার বিয়ের জীবনবৃত্তান্ত নয়। আপনার প্রফেশনাল তথ্য দিন, পারসনাল বা ফিজিকাল তথ্য নয়। দ্বিতীয়ত ঃ Professional Experiences টি আপনার শিক্ষাগত যোগ্যতার পরে আসা উচিৎ, অনেকের অনেক মত। কিন্তু আমার মতে যেহেতু আপনি শিক্ষাগত যোগ্যতা উৎরানোর পরেই কর্ম জীবনে প্রবেশ করেছেন সেখেত্রে শিক্ষাগত যোগ্যতা আগে দেওয়া ভাল। এটা আমার যুক্তি, শিক্ষাগত যোগ্যতা দেওয়ার ক্ষেত্রে সর্বশেষ যোগ্যতা আগে ও সর্বপ্রথম যোগ্যতা পরে দিয়ে থাকি আমরা। আমার মতে সর্বশেষ দুইটা শিক্ষাগত যোগ্যতা দিলেই যথেষ্ট। কারন যে M.Sc করেছে সে নিশ্ছই H.Sc ও পাস করেছে। সেক্ষেত্রে H.Sc উল্লেখ না করলে ও কোন ক্ষতি নেই বরং লাভই । তৃতীয়ত ঃ Professional Experiences লিখার সময় যেই জিনিসটি একটু খেয়াল রাখতে সেটি হল আপনার দায়িত্ব/Responsibilities. স্পষ্টভাবে লিখতে হবে আপনি কি দায়িত্ব পালন করেছেন এবং যদি আপনার কোন প্রাপ্তি/সম্মাননা/Achievement থাকে অইতি ও উল্লেখ করতে হবে এতে আপনার কাজ সম্বন্ধে কোম্পানি স্পষ্ট ধারনা লাভ করবে। আর যদি একদমি ফ্রেশার হন তাহলে এসব নিয়ে ভাবার দরকারই নাই । আর একটি কথা, আপনার কাঙ্খিত চাকরীর সাথে সম্পর্কিত অভিজ্ঞতাটি আগে লিখুন এরপর অন্যান্য। চতুর্থত ঃ এরপর আপনার যদি কোন বাড়তি যোগ্যতা থাকে ওইটা লিখুন, অবশ্যই মিথ্যা কথা এড়িয়ে চলুন। পঞ্চম ঃ এরপর আপনার শখ বা অবসর সময়ে কি করেন ওইটা উল্লেখ করুন। এক্ষেত্রে একটু চালাকি করতে হবে। সবসময় চাকরীর সাথে সংযুক্ত কোন শখ উল্লেখ করুন, যেমন আপনি যদি মার্কেটিং এঁর কোন চাকরীতে আবেদন করেন তবে আপনার শখ আড্ডা দেওয়া হলে ভাল। কারন আপনি আড্ডা দেন এঁর অর্থ আপনার নেটওয়ার্ক ভাল, আপনি ভাল বিক্রি করতে পারবেন। শেষে যুক্ত করুন আপনার যদি কোন অতিরিক্ত এবং উল্লেখযোগ্য কার্জকলাপ থাকে। সর্বশেষে আপনার রেফারেন্স যুক্ত করুন। যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনার কর্মক্ষেত্রে কোন গুরুত্বপূর্ণ পদের কার রেফেরেন্স দিন,দেয়ার আগে অবশ্যই রেফারী কে জানিয়ে দিন, নাহলে বিপদে পরতে পারেন। নীচে একটি আধুনিক জীবনবৃত্তান্তের মডেল উপস্থাপন করলাম ———————————————————————————————————— Robiul Hossen Engineer 24 Lisbon Street Mobile: 0444 871 541 Glen Waverley, 3150 Email:[email protected] Qualifications Bachelor of Engineering / Bachelor of Commerce Mar 2009 – Current University of Ballarat Achievements: High distinction average Will graduate with Honours Rotary Student Scholarship awarded for tertiary study Majors: Electrical Engineering, Computer Systems and Management Completion: Nov 2013 Victorian Certificate of Education Feb 2007 – Nov 2008 Bacchus Marsh College Achievements: ENTER 95.05 Relevant Experience 3rd Year Engineering Project Jun – Nov 2012 Telstra, Melbourne Responsibilities: Undertook research project to scope possible solutions to resolve barriers to the expansion of network-portable access to remote and rural areas. Achievements: The project findings were sent to Telstra Corporate Strategy Committee and contributed to the program which improves remote computer access, specifically for individuals in rural areas. Assistant Engineer – Intern Jan – Feb 2012 KBR, Melbourne Responsibilities: Actively worked and contributed to the train engine team with engineering manager, project leads, estimators and support personnel to refine functionality of systems on board trains. Achievements: Acknowledged by management for accurate calculations for new computer system in trains to ensure they run on time. DO NOT COPY: You are advised not to copy this sample but use it for ideas to create your own. Volunteer and Community Experience Committee member Jun 2006 – Current Bacchus Marsh Youth Group Responsibilities: Led fundraising activities including annual fete, weekly BBQ and trivia night Volunteer Nov – Jan 2011 Engineers without Borders with Aurecon staff Responsibilities: Assisted with the electrical engineering and design of a basic amenities block for the “Flat Basic Infrastructure” project in Far North Queensland Other Employment History Junior Programmer Mar 2010 – Jun 2012 Coles Online Achievements: Designed algorithms and developed source code for an online program that allowed customers to track their orders in real time. Key tester for “Order Track” program, pre and post deployment. Skills Summary Computer System Analysis Highly developed computer system analysis skills demonstrated through casual employment with Coles Online in 2010 – 2012 Communication Skills High standard of written skills as evidenced by written assignments completed during studies at Monash University Well developed business writing skills as demonstrated as a workplace supervisor at Coles Outstanding oral presentation skills used during delivery of third year Engineering project “Developing computer systems for the future” Computer Skills Proficient in 3D Studio Max, Javascript, Maya 8.0, Adobe Photoshop, C++, Microsoft Office (Excel, Access, Word, PowerPoint, Publisher) Interests Arts Cinema, writing, theatre, jazz music Sport Swimming, cycling and rugby (Vice Captain of Bacchus March Rugby team) Leisure Studying languages – Korean and Japanese and cooking Referees Ms. Joan Smith Manager, Systems Testing Team Coles Online Tel: +61 3 8671 3456 j.smith@coles Professor Barry Crane Honours Supervisor Faculty of Engineering Monash University Tel: +61 3 9905 3456 [email protected] ———————————————————————————————————————————————————————————————————————— আসুন এবার Layout/ বিন্যাস নিয়ে আলোচনা করি Layout/বিন্যাস Format/ আকার ১০-১২ পয়েন্ট এঁর ফন্ট ব্যাবহার করতে হবে (যেমন ঃ Times New Roman, Arial) plain business English ব্যাবহার করব ( SMS language, abbreviations, jargon and slang পরিহার করুন) মনজগ আকর্ষণ করতে বা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে sub-headings and bulleted lists ব্যাবহার করুন পর্যাপ্ত পরিমান white space রাখুন paragraphs এবং margins এর মধ্যে Third person ব্যাবহার করুন , I, me or my ব্যাবহার পরিত্যাগ করুন। পুরো বৃত্তান্তে indent alignments/ কলাম এর বিন্যাস ঠিক রাখুন।
Posted on: Thu, 13 Jun 2013 20:49:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015