------ একটি সত্যি কনফেশান! - TopicsExpress



          

------ একটি সত্যি কনফেশান! ------ পরীক্ষার হলে প্রশ্ন কমন না পড়লে আমি জীবনেও কখনও খালি খাতা দিয়ে আসি নাই! কমন পড়ুক আর না পড়ুক, নিজে নিজে থিয়রী বানায়, অমুক মনিষীর Quote/ Definition নিজে থেকে বানায় হলেও লিখে আসছি। এমন এমন মনিষীর নাম, যাদের পৃথিবীতে কোন অস্তিত্বই নাই! :D যিনি খাতা কাটেন বা কাটবেন উনি তো আর Encyclopaedia না; উনি নিশ্বচয়ই ভেবে থাকেন, “বাব্বা, কি ভালো ছাত্র! সে টেক্সটবুকের বাহির থেকেও পড়ালেখা করেছে”! :D মজার কথা হচ্ছে, আমার বানানোর ক্ষমতা এতই অসীম যে আজ পর্যন্ত কোন টিউটর ধরতেই পারলো না! 8| হোক বাংলা কিংবা ইংলিশ! এমনকি যখন Law পড়তাম, Statutes থেকে শুরু করে British Constitution পর্যন্ত বানানোর অসীম অভিজ্ঞতা আমার আছে! :D একটি Constitution এর সাথে আরো ৩ টা Constitution এর জোড়াতালি দিয়ে নিজের বানানো British Constitution দেখে পরীক্ষার হলে নিজেই অবাক হয়ে যেতাম যে, আমি এত জ্ঞানী কেন, হুম? বই কেন লিখিনা? :D
Posted on: Wed, 21 May 2014 15:23:07 +0000

Recently Viewed Topics




© 2015