##- এদেশে থাকার কোনো - TopicsExpress



          

##- এদেশে থাকার কোনো ইচ্ছেই আর নেই । এখানকার মানুষ ও মানসিকতা, প্রশাসন ও পুলিশ, নিয়ম ও নীতি, রাজনীতি ও নেতা, অফিস ও অফিসার ইত্যাদি কোনোটাই ভালো নয় । সত্যিই নিজেকে ভালোর দিকে বদলে নিতে না পারলে, বদলাবে না কোন কিছুই । কতো নেতারাই তো ক্ষমতায় গেলেন, কই দেশটা তো সুইজারল্যান্ডের মতো সুশাসনের দেশ হলো না । কানাডার মতো তো হলো না । না ভাই, অর্থনীতির কথা বলছি না, বলছি নিয়ম নীতির কথা । যে দেশে সারা বছরে গড়ে ৪ টা খুন হয়, ২ টা ধর্ষন হয় । লিবিয়ার মতো বিধ্বস্ত দেশেও, পুলিশরা সত্যিকারের সেবক । জানেন, অচেনা জায়গায় ঠিকানা ভুলে গেলে ওরা গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে আসে । সিম্পল, ধন্যবাদ, কথাটি বললে বলে, স্যার এটা আমাদের দায়ীত্ব । আমাদের এই দেশ তেমন হবেও না । যেখানে, পুলিশরাই দালাল, ডাইল ব্যাবসায়ী, মামলা ব্যাবসায়ী । টাকা পাইলে এরা সব বাবাকেও শাসায় । কিসের স্বাধীন দেশ রে ভাই, যত স্বাধীনতা আছে সব তো চিটার- বাটপারদের জন্য । তাই ভেবেছি, এমন দেশে আর থাকবো না । চলে যাবো অন্য কোনো নিয়ম নীতির দেশে । আর যাবার সময় প্লেন থেকে আরামছে হিসু করে দিবো এই দেশের মাটিতে । যে দেশে কোনো আদর্শ নেই, সে দেশে আমার হিসু করতেও ঘৃনা করে । ছিঃ ছিঃহ…………………………………
Posted on: Sun, 15 Sep 2013 09:33:32 +0000

Trending Topics



30px;">
yo elegi el 5..... Paaaaaa Segura de sí misma y dominante Usted
Does anyone have a clue what this is? Its on my lower leg. It is
Jeg ønsker meg et parti som sier at kulturen der jeg bor skal få
I have written an OPRA request to the DCA. (see
nice guidelines panic disorder treatment
Few things on my mind...First of all DAAAUUUM! Its cold out
Dragi studenți, Învățați să vă dimensionați realist

Recently Viewed Topics




© 2015