- রাত ১০টার পর আর কোনো - TopicsExpress



          

- রাত ১০টার পর আর কোনো প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়া যাবে না। কারণ রাত ১০টার পর টয়লেটে ফ্লাশ করা নিষেধ। এটা সুইজারল্যান্ডের আইন। - থাইল্যান্ডের বাসিন্দাদের পোশাকের নিচে অন্তর্বাস পরা ছাড়া ঘরের বাইরে বের হওয়া নিষেধ। হ্যাঁ, এটা সে দেশের আইন। - অ্যারিজোনা রাজ্যে যদি কেউ সাবান চুরি করতে গিয়ে ধরা পড়ে তবে তার শাস্তি হলো সেই সাবান দিয়ে ততক্ষণ পর্যন্ত তাকে গোসল করানো, যতক্ষণ পর্যন্ত না সাবানটা পুরোপুরি শেষ হয়। - কেউ যদি কাঁচা জলপাই চুরি করতে গিয়ে ধরা পড়ে তবে তার দুই বছরের জেল হতে পারে। এটাও তুরস্কের একটা মজার আইন। - গরিব থাকা সৌদি আরবের নাগরিকদের জন্য একটা অপরাধ। কেউ যদি প্রয়োজনীয় পরিমাণ টাকা কামাই করতে ব্যর্থ হয় তবে তাকে জেলে পুরে দেওয়া হয়। - রাশিয়ায় দিনে দুবারের বেশি দাঁত ব্রাশ করা অবৈধ। - আইনের দোহাই দিয়ে যদি বড় ভাই ছোট ভাইয়ের প্রেমিকাকে বিয়ে করতে চায় তাহলে ছোট ভাই এবং তার প্রেমিকা এতে রাজি হতে বাধ্য। জাপানের আইন যে তা-ই বলে। - আমেরিকার আইন অনুযায়ী ভুল আবহাওয়া বার্তা জানানো অবৈধ। - রোববার নাক খোঁটা ইসরাইলের আইনে নিষিদ্ধ। - ইংল্যান্ডের আইন বলে সে দেশের পার্লামেন্টে বসে মৃত্যুবরণ করা অবৈধ। আর রানীর ছবিখচিত স্ট্যাম্প যদি কেউ উল্টো করে লাগায় তাহলে তো কথাই নেই। তাকে শাস্তি পেতেই হবে। - তুর্কিতে প্রতিবেশীর ছেলেমেয়ে, বউ, চাকর-বাকর, এমনকি তাদের পোষা প্রাণীর প্রেমে পড়াও আইনত নিষিদ্ধ। - পেনসিলভেনিয়ার পুরুষরা তাদের স্ত্রীর লিখিত অনুমতি ছাড়া অ্যালকোহল জাতীয় দ্রব্য কিনতে পারে না। - হংকংয়ে একটা আইন আছে যদি কারো স্ত্রী পরকীয়া করে তবে স্বামী তাকে খুন করতে পারে।তবে শর্ত একটাই খুন করতে হবে খালি হাতে।তবে যে লোকের সাথে পরকীয়া করেছে তাকে অস্ত্র দিয়ে খুন করতে পারবে। - আমেরিকার কলাম্বিয়া প্রদেশে মেয়ের বাসর রাতে তার মার উপস্থিতি বাধ্যতামূলক। - গুয়ামের আইন অনুসারে কোন কুমারী মেয়ে বিয়ে করতে পারেনা। তাই কিছু লোক আছে যারা পয়সার বিনিময়ে কুমারিত্বের অভিশাপ মুক্ত করার কাজ করে। মেয়ের বাবা- মা সাধারনতঃ এই কাজের জন্য অনেক টাকা খরচ করেন।এরা কাজ শেষে সার্টিফিকেট দেয় । - লেবাননের আইন অনুসারে কোন পুরুষ লোক গৃহপালিত পশুর সাথে সহবাস করতে পারে। কিন্তু পশুটা অবশ্যই মাদী হতে হবে। মদ্দা পশুর সাথে সহবাস করার শাস্তি হলো মৃত্যুদন্ড । - ইংল্যান্ডে একজন গর্ভবতী মহিলা যেকোন জায়গায়মুত্র বিসর্জন করতে পারেন। এমনকি তিনি চাইলে কোন ট্রাফিক পুলিশে হেলমেটে মুত্র বিসর্জন করতে পারেন। এটা তার বিবেচনা। - জাপানে কোন মেয়েকে ছেলে ডেটিং এ যেতে বললে মেয়েটি আইন অনুসারে না করতে পারবে না। - জাপানে শীতাতপ নিয়ন্ত্রিত বিল্ডিংযে মেয়েদের ব্রা না পড়া আইনত দন্ডনীয়। - In Colorado,ঘুমন্ত মহিলাকে চুমু খাওয়া বে আইনি। - In Michigan কোন মহিলা স্বামীর অনুমতি ছাড়া মাথার চুল বিক্রি করতে পারবে না। চুল স্বামীর সম্পত্তি হিশেবে গন্য! - Arkansas এক মাসে একবার বউ পেটানো যাবে। এটাই আইন।কিন্তু দুই বার পিটালেই সমস্যা!! - Thailand এ ত্রিশ বছরের বেশী বয়েসী অবিবাহিত মহিলারা দেশের সম্পত্তি হিশেবে গন্য হবে।এটাই আইন। - Samoa তে নিজের বউয়ের জন্মদিন ভূলে যাওয়া বে আইনি - যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের আইনে কুমারী মেয়েদের সাথে সহবাস নিষিদ্ধ। এমনকি বিয়ের পর বাসর রাতেও স্বামী তার কুমারী বধুর সাথে সহবাস করতে পারবে না। তবে কুমারী মেয়ে কিভাবে তার কুমারীত্ব বিসর্জন দিবে এ বিষয়ে কোনো আইনী ব্যাখ্যা দেয়া হয় নাই যেমনটি দেয়া হয়েছে গুয়ামের কুমারী মেয়েদের বেলায়। - বাহরাইনের আইনে স্ত্রীরোগ বিষরদগণ স্ত্রীলোকদের যৌনাঙ্গ পরীক্ষা- নিরীক্ষা করতে পারবে। কিন্তু উত্তেজনার বশত কোনো দুর্ঘটনা না ঘটতে পারে সে জন্য আইন প্রণেতাগণ ডাক্তাদের সরাসরি যৌনাঙ্গ দেখা নিষিদ্ধ করে দিয়ে সে ক্ষেত্রে আয়না ব্যবহার করে প্রতিবিম্বের মাধ্যমে রুগীর যৌনাঙ্গ দেখা ও পরীক্ষা করার অনুমতি দেয়। - যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বৈদুতিক বাতি জ্বালিয়ে সহবাস করা আইনত দন্ডনীয়। - আমেরিকার নিউইয়র্ক শহরে একটা অদ্ভুত আইন প্রচলিত আছে যে পুরুষ নারীর সাথে ভালোবাসার অভিনয় করলে জরিমানা হবে ২৫ ডলার। এ আইনে আরো আছে যে, পুরুষদের শহরের এদিক-সেদিক অযথা ঘোরা ও নারীদের সঙ্গে ভালোবাসার ভান করা যাবে না, তবে এই অদ্ভুত আইনের কোন প্রয়োগ নেই। - শুধু আমেরিকা না আমরা সভ্য বলে দাবি করা ইংল্যান্ডেও অদ্ভত কিছু আইন আছে যেমন, কেউ সুইসাইড মানে আত্নহত্যা করলে সেটাকে অপরাধ হিসেবে ধরা হবে এবং সুইসাইড করার শাস্তি মৃত্যুদন্ড এখন যে ব্যক্তি সুইসাইড করে মারা গেছে তাকে আবার কিভাবে মৃত্যুদন্ড দেওয়া হবে সেই ব্যাপারে কোন কিছুই লেখা নাই আইনটিতে , হাহাহাহহাহাহা মজার আইন। - শুধু বিদেশে না আমাদের দেশেও আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আইন আছে, প্রকাশ্যে কোনো ছেলেকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখা গেলে ২৫ পয়সা জরিমানা, এই ২৫ পয়সা জরিমানা গুনেই ১৯২১/১৯৫০ সালের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা প্রেম করতো । আইনটি এখনো আছে তবে কার্যকারিতা নাই । - মনে করুন আপনি এবং আপনার বন্ধু পরিক্ষাতে সমান নাম্বার পেয়েছেন তাহলে যার বয়স বেশি তাকে প্রথম ঘোষনা করা হবে আর যার বয়স কম তাকে দ্বিতীয় ঘোষনা করা হবে ।মানে বয়সে বড় হলেই জ্ঞানী বেশি জানে বেশি ।আজব কাজকারবার । - বহুবছর আগে আমাদের দেশে একটা অদ্ভুত আর মজার আইন ছিলো কেউ ঠেলাগাড়ীর নিচে পড়লে তাকে শাস্তি হিসেবে উল্টো ৫০ টাকা জরিমানা দিতে হবে এবং যে ঠেলাগাড়ির নিচে পড়েছে তাকে সেই শহর থেকে বের করে দেয়া হবে। আমেরিকার কিছু অদ্ভুত আইন : নিউইয়র্ক : - ভালোবাসার অভিনয় করলে জরিমানা হবে ২৫ ডলার। এ আইনে পুরুষদের শহরের এদিক-সেদিক অযথা ঘোরা ও নারীদের সঙ্গে ভালোবাসার ভান করা যাবে না। - কৌতুক করে হলেও কারও মাথায় বল ছোড়া আইনবিরোধী। #collected
Posted on: Sun, 11 Jan 2015 15:22:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015