- শোনলাম তুমি নাকি নীলা - TopicsExpress



          

- শোনলাম তুমি নাকি নীলা নামের মেয়েটার সাথে ঘোড়েছ , ধরেছ ওর হাত । তুই একটা বেইমান , আমি তোর সাথে কথা বলব না । - বাহ ! বেশ সুন্দর বিদ্রুহী কবিতা । কবে থেকে লিখা শুরু করলে ? - এটা কবিতা না । আমি যা বলছি সব সিরিয়াস । - ও তাই নাকি ? যাহোক বাঁচলাম । ভাবসিলাম এখন থেকে প্রতিদিন কবিতা শোনিয়ে কান ঝালাপালা করে দেবে । - প্রসঙ্গ পাল্টাবে না । আমি জিজ্ঞেস করেছি তার উত্তর দাও । - জান আমি এখন একটু ব্যাস্থ আছি । পরে কথা বলি ? - না এখনই বল । আর আমাকে জান ডাকবা না । ণ্যাকামো আমার ভাল লাগে না । - হ্যালো জান । কথা বল , হ্যালো , হ্যালো , হ্যালো । - হ্যালো , হ্যালো , হ্যালো । লাইনটা কেঁটে দিলাম । ওকে কিছুক্ষণ কাঁদানোর প্লান আছে । তাই কথা না শোনার অভিনয় করতে হল । এখন ও নীলার হাত ধরা আর ফোনে হঠাৎ কথা না শোনা নিয়ে তেনা প্যাঁচাবে আর কাঁদবে । ওর ছোট বোনটা এসে জিজ্ঞেস করবে কাঁদ্দছে কেন ? ওর কান বরাবর একটা লাগিয়ে আমার উপর রাগটা ঝাড়বে । ওর বোন ও কাঁদবে । ওর কান্না দেখে বাসার কাজের বোয়ার পিচ্ছি মেয়েটাও কাঁদবে । কান্নার একটা মহাসমারোহ হয়ে উঠবে । ইশশশ , দেখার খোব ইচ্ছে ছিল । কিন্তু সিরিয়াস ডায়রিয়া নিয়ে তো আর বাহিরে যাওয়া যায় না । যত নষ্টের মূল নীলা মেয়েটা । ওর সাথে গতকাল শপিংয়ে গিয়ে ফোচকা খেয়ে এই অবস্থা । [ নীলা আমার ভাগ্নি । মায়ের দূর সম্পর্কের আত্মিয় । আমেরিকা থেকে এসেছে । আমাদের বাসায় উঠেছে । তার পার্ট হিসাবে গতকাল আমার সাথে মার্কেট করতে বেড়িয়ে ছিল । ]
Posted on: Fri, 05 Jul 2013 04:48:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015