-আপনি কই এখন? -বাজারে - TopicsExpress



          

-আপনি কই এখন? -বাজারে আসছি। -ওখানে কি করেন? -নাচতে এসেছি। -নাচতে হলে বাজারে যেতে হয়!!? বাসায় নাচতেন! huh!!! -বাসায় নাচলে শুধুমাত্র পরিবারেই দেখতো, এখানে তো সবাই দেখতেছে, তাই আর কি! -আপনার সাথে কথা বলাটাই ভুল হলো! bye ..... কিছুক্ষণ পর আবার কল...... -আমি যে রাগ করেছি সেটা তুমি বুঝতে পারছ না!? -কই রাগ করলে? -কিছুক্ষণ আগেই!!!! -ও আচ্ছা! কিন্তু ওইটা তো রাগ নয়! -তো কি? - ওইটা কে বলে অভিমান! কারণ কাছের মানুষের সাথে রাগ করা যায়না, যেটা করা হয় সেটাকে অভিমান বলে। -রাগ হউক আর অভিমান হউক কিছু একটা তো করেছি, কিন্তু তুমি একটুও ভাঙাতে চেষ্টা করলেনা!!!? -কারণ আমি জানি কাছের মানুষ ঘরে ফিরবেই! -হইছে! আর বলতে হবেনা। কথাগুলো তুমি ওভাবে না বললেও পারতে। -কেন তুমি বুঝনা বাস্তবতা কি?? বাজারে মানুষ কি জন্য যায়? -তারপরও ...... -এমনিতেই ভীড়, তার উপর জিনিসের দাম, তখন মাথা ঠিক রাখা যায় এতো ব্যস্ততায়? -এতোটাই যখন ব্যস্ত তবে কল রিসিভ করলে কেন?? -কারণ শত ব্যস্ততার মাঝেও প্রিয় মানুষকে সময় দিতে হয় তাই! -তাই বলে এভাবে??? -যখন কাছের মানুষও বুঝেনা বিরক্তি আর ব্যস্ততা তখন এভাবেই বলতে হয়। সবচেয়ে বড় কথা হলো তাকেই কষ্ট দেয়া যায় যে তোমাকে ভালবাসে, ভাল না বাসলে কষ্ট টা বুঝবে কি করে???
Posted on: Mon, 03 Nov 2014 15:40:59 +0000

Trending Topics



-height:30px;">
NPP Ashanti Regional Organiser Dead The Ashanti regional Deputy
General Mills rules #42 and #1.....Rule #42: Do not under ANY
“Você se cansa de amores incompletos, de amores platônicos, de

Recently Viewed Topics




© 2015