-মামা ,কালকে - TopicsExpress



          

-মামা ,কালকে মেটালিকার কনসার্ট আছে,যাইবি??? -হালার পুয়া তোর মাথা খারাপ হইছে??? কালকে ম্যাথ এক্সাম। এক্সাম রাইখ্যা কনসার্ট দেখতে যামু??? -মামা না ভালা,,, আয় যাই,,তুই তো জানইছি আমি হেটফিল্ডের পাগল। -মামা তুই যার পাগলই হ,এক্সাম রাইখ্যা আমার পক্ষে যাওয়া সম্ভব না। বহুত অংক বাকি এহনো, রাখলাম মামা। বাই। আবির আরও দুইজন ফ্রেন্ডরে ফোন দিলো। কেউই এক্সাম রাইখ্যা যাইতে চাইতেছেনা। ইন্টার এক্সাম চলতেছে এমন সময় মেটালিকা আসলো বাংলাদেশে। আবির সিদ্ধান্ত নিল কেউ না গেলেও সে একাই যাবে। মেটালিকার কনসার্ট কোন মতেই মিস করা সম্ভব না। পরের দিন বিকালে গেল মিরপুর স্টেডিয়ামে।আবিরের ভিতর একটা চাপা উত্তেজনা কাজ করতেছে।সে তার স্বপ্নের ব্যান্ড কে আজকে চোখের সামনে দেখবে। আবিরেরও ইচ্ছা একটা মেটাল ব্যান্ড বানানোর। মেটালিকা আসলো স্টেইজে। নাথিং এলস মেটার,ফেইড টু ব্ল্যাক,এন্টার সেডমেন এ মাতায়া রাখলো পুরা স্টেডিয়াম। আবির খুব এনজয় করলো কনসার্ট। কনসার্ট শেষ কইরা বাসায় আসলো। মাত্র ম্যাথ নিয়ে বসলো আবির। এক রাতের মধ্যে কি এত অংক করা সম্ভব?????? সারা রাত অংক কইরাও শেষ করতে পারলো না আবির। স্বাভাবিক পরীক্ষা খুব খারাপ হইলো। ২ মাস পরে রেসাল্ট দিলো। আবিরের সব ফ্রেন্ডরা পাস করলো। কলেজে ৩ জন ফেইল।৩ জনের মধ্যে আবির একজন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আবিরের পিঠে একটা সীল মাইরা দিলো যে "তুমি ফেইল"। তার পর থেকে ফ্যামিলী,সোসাইট ি,ফ্রেন্ড সার্কেল সবাই ইগনোর করা শুরু করলো আবিরকে। আবিরের লাইফে নেমে আসলো অন্ধকার। লাইফ টা ওই খানেই শেষ। - - - - - - - - - একটা ছেলে রকস্টার হইতে চায়। যার স্বপ্ন মেটাল ব্যান্ড বানানো। মাথায় সারা দিন ঘুরে মেটালিকা,মেগাডেথের গানের লিরিক্স। ওই ছেলেটাও হয়তো একদিন পারতো জেমস হেটফিল্ড বা ডেভ মাস্টিনের মতো বিশ্ব কাঁপাইতে। কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার কারনে এইটা সম্ভব হইলোনা। প্রতিনিয়ত হাজার হাজার আবিরের স্বপ্নের মৃত্যু ঘটতেছে এই শিক্ষা ব্যবস্থার কারনে। - - - এখন আমার প্রশ্ন,,,, যেই ছেলেটা রকস্টার হইতে চায় ওই ছেলেটার কেন ফিসিক্স , কেমিস্ট্রি বই পড়তে হবে ???? সারা রাত জাইগা সে কেন ম্যাথ করবে???? সে কেন কষ্ট কইরা F=ma প্রমাণ করতে যাবে??? তার কি দরকার নাইট্রিক এসিডের শিল্প উৎপাদন মুখস্থ করা???? ওই ছেলেটার হাতে গীটার মানায়, ফিসিক্স/কেমিস্ট্রি বই না। যে যেই লাইনে ভালো,তারে ওই লাইনেইথাকতে দেন। আশা রাখি,,সে ওই লাইনেই ভালো একটা কিছু করতে পারবে। এখন একটা মাছকে যদি আপনি গাছ বায়াউপরে উঠতে দেন, মাছটা কি পারবে উঠতে???
Posted on: Sun, 07 Jul 2013 19:51:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015