#5442 মন খারাপের - TopicsExpress



          

#5442 মন খারাপের আত্মকাহিনী : “কি খবর ? মন খারাপ” কথাটার প্রেমেই পরেছিলাম।সেই বাচ্চা কালের AC Lab Class,সকাল ৮ টায়। সমস্যা টা ক্লাস এর না আমার ঘুম এর। Family Members দের পর যদি কাওকে ভালবাসি সেটা হল ঘুম।সকালে খুব মেজাজ খারাপ করে ক্লাস এ ঢুকলাম,গ্রুপ করা হল,১টা মেয়ে গ্রুপ এ পরল। দ্বিতীয় ক্লাস এ একি ভাবে মেজাজ খারাপ করে ঢুকতেই মেয়েটা বলল “কি খবর ? মন খারাপ?”কথাটা শোনার পর মনটা আরেকটু খারাপ করতে ইচ্ছা করল,মনে হইল যদি খারাপ করে রাখি হইত আবার ও কথাটা শুনতে পাব।এত্তই ভাল লাগলো যে রেগুলার ই মন খারাপ করে ক্লাস এ ঢুকতাম। অল্প অল্প করে গল্প করে SEMESTER টা পার করে ফেললাম।কখন যে শেষ করলাম কিছুই বুঝলাম না। কখনই বলার সাহস করি নাই যে আমি তুমাকে অন্নেক বেশি ভালবাসি। এখানেই কাহিনীর ইতি হতে পারত যদি না আমার ভালবাসার পিঁপড়া মগজ কামড়ানো শুরু করত।কয় দিন আগেই কি হল জানি না, আমার ওকে ভালোবাসার কথাটা জানাতেই হবে । ফেসবুক এ চ্যাট করার সময় জিজ্ঞাস করলাম ও কোথায়? বলল জামালপুর বললাম আসবো? বলল আস। যেই কথা সেই কাজ। সন্ধায় গেলাম ট্রেন Station এ, কোন টিকেট নাই,ফিরে আসলাম বাস এর খবর নিতে যার অবস্থা আর বেগতিক,শেষমেশ আমার ফ্রেন্ড এর বওদল্লতে Counter এর মেয়েটাকে পটিয়ে প্রথম শ্রেণীর ১ টা Cabin নিলাম। যাওয়ার সময় অনেক সেলফি তুললাম, অনেকরেই Cabin এ জায়গা দিয়া হেল্প করলাম।অনেক কাহিনি অনেক কিছুর পর সারাদিন না খেয়ে বিকাল ৪ টায় পউছাই্লাম। খাওয়াদাওয়া শেষ করে দেখা করতে গেলাম। তাকে দেখে কেন যেন খুব অন্য রকম সুন্দর লাগছিল।গল্প আড্ডা সব ই শেষ করে আসার সময় কিছু একটা দিতে ইচ্ছা হইল।আবার সেই বন্ধুর কাজ,ওরে দিয়া ফুল আর গিফট আনাইলাম,ফুলটা আস্তে করে টেবিল এর নিছে দিয়া দিলাম কারন ওর বোন সাথে ছিল।অনেক কষ্ট হচ্ছিল যখন চলে আসতেছিলাম।ফিরে আসার কাহিনী আরও মরমান্তিক...৮ টার দিকে station গেলাম,গিয়ে দেখলাম রাতের শেষ ট্রেনটি ও চলে গিয়েছে,শুনে মনে হল মাথার উপর বজ্রপাত হয়েচে, এমনিতে অচেনা place তার উপর রাত, কি আর করা ফিরতে হবেই,বাস ই শেষ ভরসা,বাস এর counter গিয়ে যা শুনলাম তা রীতিমত ভয়ংকর ,বাস এর নাম রাজিব, এই নাম বাংলা ছবির villain ছাড়া ও যে বাস এর নাম হয় প্রথম জানলাম ,নাম শুনেই অজ্ঞান হওয়ার মত অবস্থা,জিজ্ঞাসা করলাম ভাই বাস ছাড়বে কখন???উত্তরে শুনলাম নাইট কোচ রাত ১২ টার পর (১২ টার আগে কি তাহলে day কোচ),এইবার r বজ্রপাত না সরাসরি high voltage এর shock খাইলাম মনে হইল।আশপাশ ঘাঁটাঘাঁটি করে বুঝলাম ময়মনসিংহ ই শেষ ভরসা। CNG করে রওনা হলাম, মুটামুটি যখন পওছাইলাম ততক্ষণে আমি টম অ্যান্ড জেরির টম এর মতই ঠাণ্ডায় জমে গেলাম। একটু হাল্কা করে বারি দিলেই কাঁচের মত টুকরা টুকরা হয়ে যেতাম।নামার সাথে সাথেই শুনলাম ভাল যেই বাস টার জন্য আসছিলাম ওইটা ৮ টায় ই Good Night. খোঁজ নিতে আবার ও ময়মনসিংহ ট্রেন Station , ফলাফল পরীক্ষার কক্ষে যাওয়ার আগেই পরীক্ষা শেষ। পরবর্তী ইনফর্মেশন মতে ছরপারা মোড়ে বাস পাওয়া যাবে। গিয়ে দেখি No Counter , দাঁড়াইয়া বাস যখন আসে উঠতে হবে। শেষমেশ গুপন তথের ভিত্তিতে ব্রিজের গুড়ায় গিয়া কাঙ্খিত বাস পাইলাম।এইবার আর রাজিব না মিশা সওদাগর। খুব কষ্ট করে Conductor মামা আদর করে Driver মামার পাশেই বসাল। ঠাণ্ডার দিনে Engine এর উপর বসতে ভালই মজা পাইতেছিলাম। ৩.৩০ এর দিখে বাসার আশে পাশে নামার সওভাগ্য হল। বাসা থেকে আবার একটা টেক্সট পাইচিলাম অনেক আগেই যে খালা I Mean বুয়া আসে নাই বাইরে থেকে খেয়ে ফিরতে হবে। ইনফর্মেশন কালেক্ট আর রাজিব, মিশা সওদাগরের পাল্লায় পরে খাওয়ার পর্যন্ত টাইম পাই নাই। যখন খাওয়ার কথা মনে পরল তখন রাস্তায় আমরা আর কুত্তা ছাড়া কিছু চোখে পরল না।পেটে ক্ষুধা আর বুক ভরা ভালোবাসা নিয়া ই ঘুমাইতে গেলাম। আমি না হয় হাওয়া ই ভাস্তেছিলাম তাই না খাইলেও চলে আর আমার বন্ধু???না ওর ও কিছু খাওয়ার সওভাগ্য হয় নাই সুধু তফাত একটাই আমি ঘুমাইচি আর ও সারারাত ভাত ভাত করে ছিল্লাইচে। গল্প লিখা শেষ। ঘড়ীর দিকে চোখ পড়তেই দেখি রাত ৩টা ৫১ মি:।সবাই ঘুমাচ্ছে আর আমার ল্যাপটপ এ গান বাজতেছে... “সোনার মেয়ে তোমায় দিলাম ভুবনডাঙ্গার হাসি তোমায় দিলাম মধ্য দিনের টিনের ছালের বৃষ্টিরাশি আরও দিলাম রদ্র ধোয়া সবুজ ছুঁয়া পাতার বাঁশি মুখে বললাম না বললাম নারে ভালোবাসি...।” গান্ টা শুনে মনে হল জীবনটা মন্দ নয় ভালই ত বাসি। (engr. aspy)
Posted on: Tue, 30 Dec 2014 15:59:50 +0000

Trending Topics



div class="stbody" style="min-height:30px;">
This would be so funny if it wasnt real I dont know about you
PLEASE SHARE THIS!!! We are now seeking Donors for our 3rd
Lyrics: Zindagi ka matlab hun aj mai tujhe sikhata ek nea rasta

Recently Viewed Topics




© 2015