Analogy Solving Strategy বিভিন্নভাবে - TopicsExpress



          

Analogy Solving Strategy বিভিন্নভাবে আমরা Analogy এর Relation চিন্তা করতে পারি| কোনদিক থেকে Relation চিন্তা করছ সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তোমার চিন্তাকৃত Relation টি Logical হতে হবে এবং ঐ Relation এর ভিত্তি ধরে একটি Answer এ পৌঁছতে হবে । কোন ভাবেই একাধিক Answer আসে এমনভাবে Relation চিন্তা করা যাবে না । এখানে Example হিসেবে Relation চিন্তা করার কিছু Viewpoint দেওয়া হলো । এগুলোই শেষ কথা নয় । এর বাইরে ও বিভিন্নভাবে এর Relation চিন্তা করতে পার । বিভিন্ন লেকচারশীটের Analogy এর Sample থেকেও তোমরা সেসব ধারণা পেয়ে যাবে । Viewpoint-1. 1. Analogy এর ক্ষেত্রে সর্বপ্রথমে অবশ্যই Question এর শব্দজোড়া পড়বে এবং অর্থ চিন্তা করবে, Answer choice এর শব্দের অর্থ নিয়ে প্রথমে চিন্তা করবে না Viewpoint-2. 2. Question এর শব্দজোড়ার মধ্যকার সম্পর্ক short-meaningful ভাবে চিন্তা করবে । Viewpoint-3. 3. Relation টি একধরনের structure, নির্দিষ্ট category নাও হতে পারে। Example : Apple : Fruit (Apple একটি ফল), এখানেApple কোন কিছুর নাম এই structure টি ব্যবহার হয়েছে “fruit” category ব্যবহার হয়নি । অর্থাৎ Question এ ফলের নাম আছে বলে Answer এও ফলের নাম থাকবে এমন নাও হতে পারে । Viewpoint-4. 4. Relation টি আবার specifically/narrowly চিন্তা করতে হবে যদি Broad sense এ একাধিক Answer পাওয়া যায় । Example: CARPENTER : SAW A. Painter : Brush B. Stenographer : Typewriter C. Lawyer : Brief D. Seamstress: Scissors E. Runner : Run এখানে, carpenter (কাঠমিস্ত্রি) এর যন্ত্র saw (করাত)- Relation এ Answer হয় A, B, D, কিন্তু Specifically Relation দাড়ায় Carpenter saw দিয়ে কাটে, সুতরাং Answer আসে শুধু D| Viewpoint-5.. 5. Eye catcher দ্বারা প্রভাবিত হবে না । Example : Apple : Fruit এ প্রশ্নের উত্তরে একটি option এ Mango ছিল, এখানে Mango টি Eye catcher. অর্থাৎ সমজাতীয় শব্দ দিতে তোমার Relation গঠঙ্কে প্রভাবিত করতে পারে । Secondary meaning- ও চিন্তা করতে হবে যদি Primary meaning- এ উত্তর না মিলে। Example : TREE : WOOD A. Camera : Film B. Furniture : Decoration C. Brick : Cement D. Player : Team E. Thorn : Rose Primary meaning relation : Tree থেকে wood (কাঠ পাওয়া যায়) এ Relation অনুসারে কোন Answer নেই Secondary meaning relation : অনেকগুলো tree নিয়ে wood (বন) হয় । এ অনুসারে Answer D Viewpoint-6. 1. Relation টি যেকোন দিক থেকে দাড় করাতে পারো, বোঝার সুবিধা অনুসারে। Example : TREE : WOOD i. অনেক Tree নিয়ে Wood হয় ii. Wood এ অনেক Tree থাকে । Viewpoint-7. 7. Answer করার সময় সতর্ক থাকতে হবে Relation যেন reverse না হয়ে যায় । Example : HEN : ROOSTER A. Dog : Kennel B. Stag : Doe C. Duck : Drake D. Lion : Cub E. Chicken : Hen Relation : স্ত্রীলিঙ্গঃ পুংলিঙ্গ, (B) option- এ পুংলিঙ্গঃ স্ত্রীলিঙ্গ আর (C) option- এ স্ত্রীলিঙ্গঃ পুংলিঙ্গ । সুতরাং Answer হবে C Viewpoint-8. 8. –– is a characteristic of – (--- হচ্ছে ----এর বৈশিষ্ঠ্য) COURAGE : HERO Relation : Courage (সাহস) হচ্ছে Hero- এর বৈশিষ্ঠ্য, ELECTION: DEMOCRACY Relation : Election হচ্ছে Democracy এর বৈশিষ্ঠ্য, STINGINESS (কৃপণতা) : MISER (কৃপণ). Relation : Stinginess হচ্ছে Miser - এর বৈশিষ্ঠ্য Viewpoint-9. 9. Lack of ––– is ––– ( -------এর অভাব হলো -------) HOPE (আশা) : PESSIMISM (নৈরাশ্য) । Relation : Hope -এর অভাব হলো Pessimism FLAW (খুঁত) : PERFECTION (খুঁতহীনতা) Relation : Flaw এর অভাব হলো Perfection ORDER (শৃঙ্খলা): CHAOS (নৈরাজ্য) Relation : Order এর অভাব হলো Chaos Viewpoint-10. 10. –––is a type of ––– (------ এক প্রকার -------) ANGER (ক্রোধ) : EMOTION (আবেগ) Relation : Anger এক প্রকার : Emotion ORANGE : FRUIT Relation : Orange এক প্রকার : Fruit SONNET : POEM Relation : Sonnet এক প্রকার : Poem Viewpoint-11. 11. –––is a part of ––– (------ হচ্ছে --------এর অংশ ) CHAPTER : NOVEL Relation : Chapter হচ্ছে Novel - এর অংশ BRANCH: TREE Relation : Branch হচ্ছে Tree - এর অংশ FINGER : HAND Relation : Finger হচ্ছে Hand-এর অংশ Viewpoint-12. 12. –– is the place of –– (----হচ্ছে ---- এর কাজের স্থান) CLASSROOM : TEACHER Relation : Classroom হচ্ছে Teacher এর কাজের স্থান STAGE (gÂ) : ACTOR Relation : Stage হচ্ছে Actor - এর কাজের স্থান CLINIC: NURSE Relation : Clinic হচ্ছে Nurse - এর কাজের স্থান Viewpoint-13. 13. Relationship of Degree (মাত্রা বা তীব্রতার সম্পর্ক) FURIOUS : ANNOYED Relation : Furious হচ্ছে Annoyed অতিরিক্ত বা বেশী MOUNTAIN: HILL Relation : Mountain হচ্ছে Hill অতিরিক্ত বা বেশী DELUGE : RAIN Relation : Deluge হচ্ছে Rain অতিরিক্ত বা বেশী EPIC : STORY Relation : Epic হচ্ছে Story অতিরিক্ত বা বেশী Viewpoint-14. 14. Tool (কাজের যন্ত্র বা উপকরণ) (---- এর যন্ত্র হলো -----) PAINTER: BRUSH Relation : Painter - এর যন্ত্র হলো Brush MECHANIC: WRENCH Relation : Mechanic এর যন্ত্র হলো Wrench WRITER : PEN Relation : Writer এর যন্ত্র হলো Pen Viewpoint-15. 15. ------ Creates ------ ( ----- তৈরী করে ---------) POET : SONNET Relation : Poet তৈরী করে Sonnet PAINTER : MURAL Relation : Painter তৈরী করে Mural MASON : WALL Relation : Mason তৈরী করে Wall Viewpoint-16. 16. ------ is a sign of ------ (------হচ্ছে ------- এর চিহ্ন/লক্ষণ) TREMBLING: FEAR Relation : Trembling হচ্ছে Fear এর চিহ্ন/লক্ষণ MOAN : PAIN Relation : Moan হচ্ছে Pain এর চিহ্ন/লক্ষণ SHRIEK: TERROR Relation : Shriek হচ্ছে Terror এর চিহ্ন/লক্ষণ Viewpoint-17. 17. ------- Causes ------ (------ এর ফলে ------- হয়) EXPLOSION: DESTRUCTION Relation : Explosion এর ফলে Destruction হয় VIRUS: ILLNESS Relation : Virus এর ফলে Illness হয় DRUG: CURE Relation : Drug এর ফলে Cure হয় (Collected)
Posted on: Fri, 19 Dec 2014 11:23:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015