Anisul Hoque shared a link. 4 hours ago near Dhaka ধরা - TopicsExpress



          

Anisul Hoque shared a link. 4 hours ago near Dhaka ধরা যাক, ১৯৪৭ সালের আগে অখণ্ড ব্রিটিশ ভারতের নাগরিক ছিল একজন শিশু, ধরা যাক তার নাম বাদল খান কিংবা ঘোষ, ১৯৪৭ সালে তার বয়স ছিল ১০ বছর, সেই বালক জানতও না স্বাধীনতা মানে কী, কিংবা অভিধান দেখে সে জানল, স্বাধীনতা মানে কারও অধীনে না থাকা, সেই স্বাধীনতা কেড়ে নিল তার স্বাধীনভাবে চলাচলের অধিকার, সে প্রতিদিন অপেক্ষা করে রাষ্ট্র ও রাজনীতি তার হাতেপায়ে যে শিকলটা বেঁধেছে, তা খুলে নেওয়া হবে, নেহরু-নুন চুক্তির কথা সে যখন শুনল তখন সে ২১ বছরের যুবক, মুজিব-ইন্দিরা চুক্তির কথা যখন সে শুনল, তখন তার ৩৭, তার ছেলেমেয়েদের সে বলল, এবার আমরা হয়তো এই বন্দিত্ব থেকে মুক্তি পাব, তারপর যখন মনমোহন সিং বাংলাদেশে এলেন, সেও যোগ দিল অনশন ধর্মঘটে, তার বয়স ৭৪, সে তার নাতি-নাতনিদের বলছে, মুক্তি আসন্ন। কবে সে মুক্তি পাবে, মমতা বন্দ্যোপাধ্যায়? কবে ভারত তার পার্লামেন্টে ছিটমহল বিনিময় চুক্তি অনুমোদন করিয়ে নেবে? prothom-alo/opinion/article/42288
Posted on: Tue, 27 Aug 2013 06:31:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015