Austin 3:16 আজকে আমাদের আলোচনার - TopicsExpress



          

Austin 3:16 আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে Austin 3:16, যাকে Attitude Era শুরু হওয়ার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয় । Austin 3:16 Catchphraseটি ৯০ দশকের শেষভাগে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল এবং এর টি-শার্টের প্রচুর চাহিদা ছিল ৯০ এর দশকে । চলুন, গোড়া থেকেই এর আলোচনা শুরু করিঃ ৯০ দশকের মাঝের দিকে The Kliq এর উদ্ভব হয় এবং বলা হয়ে থাকে যে Steve Austin এর সাফল্যের পেছনে The Kliq, এবং মূলত Triple H-ই পরোক্ষভাবে দায়ী। ১৯৯৬ সালের প্রথম দিকে, Kliq এর দুইজন সদস্য Kevin Nash ও Scott Hall aka Razor Ramon তৎকালীন WCW এর উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু Shawn Michaels এবং Triple H wwe-তেই থেকে গেলেন । তখন Shawn Michaels wwf champion ছিলেন কিন্তু Triple H তখনও মেইন ইভেন্টার হয়ে উঠতে পারেন নি, তিনি মিডকার্ডেই রয়ে গিয়েছিলেন আর তাই তাঁকে পুশ দেওয়ার জন্য পরবর্তী King of the Ring তাঁকেই বানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল । কিন্তু Triple H এর প্রতি ভাগ্য তখনও সদয় হয়নি আর তাই তাঁর পরিবর্তে Stone Cold Austinকে King of the Ring 1996 বানানো হয় । সেসময় Austin এর ম্যানেজার হিসেবে Ted Dibiase কর্মরত ছিলেন । In your House 8: Beware of Dog PPV তে Austin Caribbean Strap ম্যাচে Savio Vega এর কাছে হারার পরে Ted Dibiase এর কাছ থেকে Austin নিষ্কৃতি পান এবং তাঁর নিজের বলে তাঁর পথ চলা শুরু হয় । তিনি তারপর King of The Ring 1996 টুর্নামেন্টে অংশগ্রহণ করেন যেখানে প্রথম রাউন্ডে তাঁর মুখোমুখি হয় Bob Holly এর সাথে এবং Bob কে হারানোর পর তিনি দ্বিতীয় রাউন্ডে Savio Vegaকে পরাজিত করেন এবং স্ক্রিপ্ট অনুযায়ী আগের হারের প্রতিশোধ গ্রহন করেন । ১৯৯৬ সালের ২৩শে জুন ৮৭৬২ জন মানুষের উপস্থিতিতে Milwaukee, Wisconsin এর Mecca Arena তে King of The Ring (1996) পিপিভিটি অনুষ্ঠিত হয় । PPV এর প্রথম ম্যাচে King of The Ring টুর্নামেন্টের সেমিফাইনালে Austin মুখোমুখি হন Marc Mero এর বিপক্ষে । তাদের ম্যাচটি প্রায় ১৭ মিনিট ধরে চলে এবং ১৭ মিনিটের ভাল একটি ম্যাচটি শেষ হয় যখন Austin ফাইনালে যাবার জন্য Marc Mero এর উপর পিন করে । এই ম্যাচ শেষে Austin এর ঠোঁট কেটে রক্ত পড়ছিল এবং PPV চলাকালীন সময়েই তাঁকে হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছিল । যেভাবেই হোক, Austin সময়ের আগেই ফিরে আসল এবং তারপর King of the ring উপাধিটির চূড়ান্ত ম্যাচে এবার তাঁর প্রতিপক্ষ ছিল Jake the Snake Roberts । এখানে বলে রাখা ভাল যে ঐ রাতেই Jake Roberts সেমিফাইনালে Vader এর মুখোমুখি হয়েছিল এবং সেই ম্যাচটিতে Jake Roberts ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে Vader কে হারান । ম্যাচ শেষে Vader Jake Robertsকে মারাত্মকভাবে আক্রমণ করেন এবং তাঁকে Vader Bomb(Corner Slingshot Splash) এর সাহায্যে স্টোরিলাইন অনুয়াযী ইঞ্জুরিতে ফেলে দেন । ফাইনাল ম্যাচে Austin এর বিপক্ষে লড়তে গিয়ে Jake Roberts আগের ম্যাচের ইঞ্জুরিকে ভালভাবেই প্রদর্শন করছিলেন এবং সেটিকে Austin Focal Point হিসেবে নেন এবং মাত্র পাঁচ মিনিটের মাথায় Stone Cold Stunner তাঁর উপর প্রয়োগ করেন এবং পিন করে ম্যাচটি এবং সেই সাথে King of The Ring খেতাব জিতে নেন । ম্যাচ শেষে যখন Austin কে King of The Ring হিসেবে অভিষিক্ত করা হচ্ছিল তখন তিনি একটি বিখ্যাত প্রমো কাট করেন যা পরবর্তীতে তাঁর এবং wwe এর জন্য লাভজনক হিসেবে প্রমাণিত হয় । Jake Roberts তখন Born-Again Christian রূপে ছিলেন তাঁর বাস্তব জীবনের পরিবর্তনের অনুকরণে । তিনি মাঝে-মধ্যে প্রচার কাজও করতেন তখন । Austin তাঁর প্রমোর জন্য Jake Roberts এর Gimmick দ্বারা অনুপ্রেরিত হন । তাঁর প্রমোটি ছিল এইরুপঃ The first thing I want to be done is to get that piece of crap out of my ring. Dont just get him out of the ring, get him out of the WWF because Ive proved, son, without a shadow of a doubt, you aint got what it takes anymore. You sit there and you thump your bible and you say your prayers and it didnt get you anywhere. Talk about your Psalms, talk about John 3:16 ... Austin 3:16 says I just whipped your ass. All hes gotta do is go buy him a cheap bottle of Thunderbird and try to dig back some of that courage he had in his prime. As the King of the Ring, Im serving notice to every one of the WWF superstars. I dont give a damn what they are, theyre all on the list, and thats Stone Colds list, and Im fixing to start running through all of them. As far as this championship match is considered, son, I dont give a damn if its Davey Boy Smith or Shawn Michaels; Steve Austins time has come, and when I get the shot youre looking at the next WWF Champion. And thats the bottom line because Stone Cold said so. অনেকেই মনে করে যে, Austin 3:16 বাইবেলের কোনো অংশেরই উদ্ধৃতি কিন্তু সেটা নয় । তখনকার সময়ে বিভিন্ন রেসলিং শোগুলোতে John 3:16 এর সাইন অনেক বেশি দেখা যেত এবং Austin John 3:16 কে ঠাট্টা করে তাঁর প্রমো কাট করেন যা কোনোভাবেই John 3:16 এর সাথে সম্পর্কযুক্ত নয় । তারপর আর কিছু বলার অপেক্ষা রাখে না কেননা পরের ইতিহাস সকলেরই জানা যে কিভাবে এর পরে Austin কে আর পিছনে ফিরে তাকাতে হয় নি ।
Posted on: Thu, 27 Nov 2014 16:59:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015