Basic knowledge competition Update: GEE Bangladesh, 05 - TopicsExpress



          

Basic knowledge competition Update: GEE Bangladesh, 05 November 2013 সাধারণ জ্ঞান প্রশ্ন :সংশপ্তক ভাস্কর্যের ভাস্কর কে? উত্তর :হামিদুজ্জামান খান। প্রশ্ন :শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটিকে বলা হয়ে থাকে? উত্তর :শ্রীকান্ত। প্রশ্ন :বৃষ্টির পানিতে কোন এসিড থাকে? উত্তর :নাইট্রিক এসিড। প্রশ্ন : নতুন দেশ হিসেবে দক্ষিণ সুদান আত্মপ্রকাশ করে কবে? উত্তর : ৯ জুলাই ২০১১। প্রশ্ন : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য চেতনা ৭১ কত তারিখে উদ্বোধন করা হয়? উত্তর : ৩০ জুলাই ২০১১। প্রশ্ন : বাংলাদেশে আবিষ্কৃত প্রথম বৌদ্ধ পদ্মমন্দির কোথায় অবস্থিত? উত্তর : উয়ারি-বটেশ্বর। এটি নরসিংদীর শিবপুর উপজেলার মন্দির ভিটায় অবস্থিত। প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশনের প্রথম উপস্থাপিকা কে? উত্তর : হেনা কবির। প্রশ্ন : আল নাজিয়া ও কাসির কোন দেশের সীমান্তবর্তী স্থান? উত্তর : সিরিয়া। প্রশ্ন : বিশ্বের বৃহত্তম চুল রফতানিকারক দেশ কোনটি? উত্তর : ভারত। প্রশ্ন : স্টাডি ফর অ্যা পোট্র্রেট চিত্রকর্মের শিল্পী কে? উত্তর : ফ্রান্সিস বেকন। প্রশ্ন : থাইল্যান্ডের আইন সভার প্রতিনিধি পরিষদের বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর : ৫০০। প্রশ্ন : মাউন্ট লোকোন আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? উত্তর : ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে। প্রশ্ন : ভিয়েতনামের বর্তমান প্রেসিডেন্টের নাম কী? উত্তর : ক্রং তান সাং। প্রশ্ন : দেশের অষ্টম সিটি করপোরেশন কোনটি? উত্তর :কুমিল্লা সিটি করপোরেশন।
Posted on: Tue, 05 Nov 2013 03:17:31 +0000

Trending Topics



le="min-height:30px;">
AUSTRALIA ONE CAFE IN PERTH EMPLOYING INDIAN AND NEPALI WORKERS ON

Recently Viewed Topics




© 2015