Blood Diamond জীবনে এরকম একটা - TopicsExpress



          

Blood Diamond জীবনে এরকম একটা মুভি করতে পারলে সার্থক। অনেক বেশি রকমের ভালো লাগে মুভিটা। মুভির মেকিংটা এতটাই সুন্দর করছে যে কেও অপরিপূর্ণতা পাবে না। যেন সবই আছে মুভিটায়। আছে অসাধারণ কাহিনী, মনোমুগ্ধকর অভিনয়, হাটর্ টাচিকং ড্রামা, আছে একশন প্রেমিদের জন্য একশন। Edward Zwick ডিরেক্টর হিসেবে অসাধারন এটা সবাই জানেন। পছন্দের ডিরেক্টরদের খাতায় ইনি ৪থর্ স্থান দখল করে নিয়েছেন (ব্যাক্তিগত খাতায় :-P) । Leonardo Dicaprio- এই মানুষটা পারেও, তার অভিনয় এতটায় ভালো যে, মুভি দেখার সময় সে বাধ্য করবে আপনাকে যেন আপনি কোনো মনিটরে না, বরং বাস্তবে দেখছেন। সব মুভিতে নিঃসন্দেহ ভালো অভিনয় করলেও আমার কাছে Inception, Blood Diamond এবং Catch Me if You Can এই ৩টি সিনেমায় ভালোর থেকেও ভালো পারফরমেন্স দিয়েছেন বলে মনে হয়েছে। মতামত ভিন্ন হতে পারে আপনাদের সাথে আমার। অত ভালো রিভিউ লিখতে পারিনা আমি তাই বেশি কিছু লিখলাম না। অনেক আগে দেখেছিলাম Blood Diamond, আজ আবারও হঠাৎ করে দেখে ফেললাম এবং ভাবলাম এই মুভিটা নিয়ে ২লাইন হলেও লেখা উচিৎ। আমার মনে হয় কম বেশি প্রায় সবাই দেখেছেন Blood Diamond। আর যারা দেখেন নায় তারা আর দেরি করবেন না, সময় করে দেখে ফেলুন।
Posted on: Wed, 21 Jan 2015 13:10:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015