Calculetor ছাড়া Math করার - TopicsExpress



          

Calculetor ছাড়া Math করার Special টেকনিক ::: Exclusively on টেকনিকে শিখুন General knowledge সমস্যা ১:- ৭(সাত) এর ৫% কত হবে???? ক) ০.৩০ খ) ০.৩৫ গ) ০.৪০ ঘ) ০.৪৫ আপনি কি এটা calculetor ছাড়া করতে পারবেন?? না পড়লে টেকনিক দেখুন----- #টেকনিক:- ৫*৭= কত?? অবশ্যই ৩৫। তাই উত্তর হবে খ) ০.৩৫ সমস্যা ২:- ১৫০০ এর ৪০% কত হবে??? ক) ৫০০ খ) ৬০০ গ) ৭০০ ঘ) ৮০০ #টেকনিক: ১৫ কে ৪ দিয়ে গুন দিন। ৬০ হবে [[বলে রাখা ভাল যে, সংখ্যা যতই বড় হোক না কেন। শুন্য বাদ দিয়ে প্রথম দিকের সংখ্যা দিয়ে গুন করবেন]] তাহলে, উত্তর: খ) ৬০০ হবে। টেকনিকে শিখুন General knowledge সমস্যা ৩:- ১৫০০ এর ৭% কত হবে??? ক) ২০০ খ) ২০৫ গ) ৩০৪ ঘ)১০৫ #টেকনিক:- ১৫ কে ৭ দিয়ে গুন দিন। উত্তর পেয়ে যাবেন। উত্তর: ঘ) ১০৫। টেকনিকে শিখুন General knowledge আজ ১ম পর্বে কিছুটা সহজ টেকনিক গুলা দেয়া হলো। পয্যায়ক্রমে সব টেকনিক দেয়া হবে। মনে রাখবেন, ক্যালকুলেটর আগে আসেনি, Mathematics আগে আসছে। সুতরাং, Like দিয়ে সাথেই থাকুন। আর, Share করে অন্যকে জানিয়ে দিন।
Posted on: Wed, 24 Dec 2014 13:49:47 +0000

Trending Topics



Good R.E.D. Friday, from sunny Humboldt County, CA! Getting to
After my Halloween Cruise and Palm Springs Pride I am ready to get
Just to clear up any rumors or misunderstandings out there.

Recently Viewed Topics




© 2015