Cyber group of bangladesh নাম ঐশী। সতের - TopicsExpress



          

Cyber group of bangladesh নাম ঐশী। সতের বছর বয়সী একটি মেয়ে। সে মাতাল হয়ে বাড়ী ফিরেছে! সাথেতার কয়েকজন বয়ফ্রেন্ডও এসেছে! তাই বাবা আর মা তাকে শাসন করেছে। আর মেয়েটা তাদের শাসনের জবাব দিলো তাদেরকেই খুন করে! দুঃখজনক ঘটনা। সেই সাথে অবাকহওয়ার মতই একটা ব্যাপার বটে! কিন্তু আমি মোটেও অবাক হইনি! অবাক হওয়ারই বা কি আছে বলুন! মেয়েকেতারা যেভাবে, যে পরিবেশে বড় করেছেন, সে তো সেরকমই হয়েছে! আমি ভাবছি অন্য কথা! আমাদের অতি বরেণ্য জাফর ইকবাল, রোকেয়া প্রাচী আর মিতা হকরা এখন কোথায়? তাদেরকে তো দেখছি অনুবিক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না! কিন্তু আজ যদি মেয়েটা কোন মাদ্রাসার ছাত্রী হতো! তাহলে তো এতক্ষণে, মাদ্রাসাকে জঙ্গী তৈরির কারখানা প্রমাণ করে তারা নাকের জল চোখের জল সব এক করে ফেলতেন! মাদ্রাসা বন্ধের দাবিতে মানব বন্ধন, মিছিল-মিটিং করতেন! মিডিয়ায়ও বিস্তর চিৎকার চেঁচামেচি হতো বটে! হে ভন্ড সুশীল, নারীবাদিরা! আধুনিকতারদোহাই না দিয়ে মেয়েদেরকে ইসলামী শিক্ষায়শিক্ষিত করুন! আমি চ্যালেঞ্জ করছি! তাহলে বাংলাদেশেআর কোন ঐশীরা জন্ম নেবে না! বাংলার আর কোন বাবা- মাকে সন্তানের হাতে মরতে হবে না।k
Posted on: Thu, 22 Aug 2013 16:20:50 +0000

Recently Viewed Topics




© 2015