*** DANGER SMOKING *** ====================== Smoking is - TopicsExpress



          

*** DANGER SMOKING *** ====================== Smoking is injurious to health-ধূমপান স্বাস্হ্যের পক্ষে ক্ষতিকারক-এই লেখাটি আমরা দোকানে,টিভিতে,বিড়ি,সিগারেটের প্যাকেটে দেখতে পাই।এবং সকলেই জানি যে,ধূমপানে শরীরের ক্ষতি হয়।তাবুও আমরা সব জেনে-বিষ পান করেই চলেছি। ** ধূমপান কেন ক্ষতিকারক ? * : 4000 হাজার রকমের বিষাক্ত রাসায়নিক(highly poisonous chemicals) দ্রব্য,যার 60টির মত Carcinogenic(cancerএর কারন) দ্রব্য মিশ্রিত। * : পৃথিবীব্যাপী একটি সমীক্ষা অনুযায়ী,ধূমপানের কারণে বছরে প্রায় 16 লক্ষ 69 হাজার মানুষের মৃত্যু হয়।যার মধ্যে Lung Cancerএ 8 লক্ষ 50 হাজার মানুষের মৃত্যু হয়। * : একজন ধূমপায়ী ব্যক্তি(smoker),একজন অধূমপায়ী ব্যক্তি(non-smoker)র থেকে 26 গুন বেশী আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে ফুসফুস (lung) cancerএর। * : অতিমাত্রায় ধূমপান করলে Heart Stroke এবং Heart Attackএর সম্ভাবনা প্রবল হয়।ধূমপানে আসক্ত হয়ে বছরে প্রায় 69 হাজার 600 জনের মৃত্যু হয় Heart Stroke এবং Heart Attackএর কারণে। ```````````````````````````````````` *** Common adverse effects of Tobocco Smoking :- 1. Larynx Cancer, 2. Oral cavity Cancer, 3. Esophagus Cancer, 4. Bladder Cancer, 5. Pancreas Cancer, 6. Lung Cancer, 7. Peptic Cancer, 8. Chronic Bronchitis, 9. Emphysema, 10. Myocardial Infarcition, 11. Systemic Atheroselorosis. ===================== ধূমপানে আসক্ত হওয়ার আগে নিজের এবং নিজর পরিবারের কথা চিন্তা করে ধূমপান করবেন।।
Posted on: Sun, 12 Oct 2014 06:45:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015