Doctors of Veterinary Medicine (DVM) যে কোন - TopicsExpress



          

Doctors of Veterinary Medicine (DVM) যে কোন সাব্জেক্টের ভবিষ্যত কি? ভেটেরিনারি সাব্জেক্টের ভবিষ্যত তুলে ধরলাম, পেশা হিসেবে ভেটেরিনারিয়ান বা প্রানিচিকিৎসক বলতে বোঝায় তাদের যারা প্রানিদের রোগ নির্ণয়, চিকিৎসা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে থাকেন। বিশ্বজুড়ে এটি একটি প্রাচীন এবং উন্নত পেশা বাংলাদেশে এর সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে । বাংলাদেশে খুব অল্প সংখ্যক পেশা যেগুলোতে পাস করার পর পরই চাকরি নিশ্চিত থাকে তাদের মধ্যে অন্যতম এই ভেটেরিনারি পেশা। এছাড়া উচ্চ শিক্ষা ও চাকরির জন্য দেশের বাইরে যাওয়ার অফুরন্ত সু্যোগ তো আছেই। কাজের পরিধিঃ ভেটেরিনারি একটি বহুমুখী কর্মপরিধী বিশিষ্ট পেশা। দেশের সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই রয়েছে বিপুল সম্ভাবনা। প্রতিটি বিসিএস পরীক্ষায়ই ভেটেরিনারি সার্জন(ভি.এস.) পদে বরাদ্দ্য থাকে পর্যাপ্ত সংখ্যক কোটা। বাংলাদেশ সেনাবাহিনী, বিভিন্ন চিড়িয়াখানা এবং বন ও পরিবেশ মন্ত্রনালয় অধীন বন বিভাগে এটি একটি অপরিহার্য পদ। এছারা বাংলাদেশ প্রানিসম্পদ গবেষনা ইন্সটিটিউট(BLRI), বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ বিভিন্ন গবেষনা প্রতিষ্ঠানেও কাজ করার সু্যোগ রয়েছে। এছারাও বিভিন্ন আন্তর্জাতিক ও বহুজাতিক প্রতিষ্ঠানেও কাজ করার সুজোগ আছে। এই পেশার একটি বড় কর্মক্ষেত্র হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। দেশে রয়েছে অসংখ্য ডেইরি ও পোল্ট্রি ফার্ম। এসব ফার্মে প্রতি মুহূর্তে দরকার হয় বিভিন্ন চিকিৎসাসেবা এবং কারিগরি সহায়তা। এ জন্য বিভিন্ন ফার্মাসিটিক্যাল কোম্পানি(স্কয়ার ,রেনাটা,টেকনো,একমি ইত্যাদি) গড়ে তুলেছে তাদের এগ্রোভেট ডিভিশন যেখানে সফলতার সাথে কাজ করছে দেশের ভেটরা। এছারা বিভিন্ন হ্যাচারি, ব্রিডার ফার্ম আর ফীড কোম্পানি তো আছেই। রয়েছে মিল্ক ভিটা, প্রাণ, আড়ং কিংবা আর. ডি. মিল্ক এর মত বিভিন্ন ডেইরি প্রতিষ্ঠান যা ভেট ছাড়া অচল। আর কারো যদি চাকুরি করার ইচ্ছা না থাকে তাহলে খুলে বসতে পারে পেট ক্লিনিক অথবা যে কোন ধরনের এগ্রোভেট কনসাল্টেন্সি ফার্ম। আয়ঃ একজন ভেটেরিনারিয়ান সরকারি চাকুরির ক্ষেত্রে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে সকল ধরনের বেতন কাঠামো এবং সু্যোগ সুবিধা প্রাপ্ত হন। আর বেসকারি প্রতিষ্ঠানের বেতন বেশ আকর্ষণীয় যা চাকুরির শুরুতে সর্বসাকুল্যে প্রতি মাসে ৩০,০০০টাকা থেকে শুরু করে পরবর্তীতে ১,০০,০০০- ১,৫০,০০০টাকা পর্যন্ত হতে পারে। পড়াশুনাঃ বিস্তৃত কর্ম ক্ষেত্রের জন্যই ভেটেরিনারি শিক্ষায় পড়াশুনার চাপটা সবসময়ই একটু বেশি। একজন ভেটেরিনারিয়ান হতে হলে বিজ্ঞান বিভাগ থেকে এস.এস.সি এবং এইচ.এস.সি পাস করার পর দেশের যে কোন স্বীকৃ্ত বিশ্ববিদ্যালয় হতে পাঁচ বছর(চার বছর একাডেমিক, এক বছর ইন্টার্নি) মেয়াদী ডিভিএম(ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ডিগ্রী অর্জন করতে হবে। বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,,শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় এই আটটি পাবলিক বিশ্ববিদ্যালয় হতে ডিভিএম ডিগ্রী প্রদান করা হচ্ছে। তাছাড়া উপরুল্লিখিত প্রায় সব বিশ্ববিদ্যালয়েই উচ্চশিক্ষার (এম.এস, পি.এইচ.ডি) সুযোগ রয়েছে। #Job_Sector # Govt . Jobs........ • Veterinary Surgeon (BCS) • University Teacher • Scientific Officer of BLRI, LRI. • Project Development Officer • Officer (Dairy farm, Goat farm, Poultry farm, buffalo farm, Pig farm etc) • RVFC (Army) • Lecturer (LTI, Technical college & Govt. Veterinary College) • General Cadre (Foreign affairs, ASP, Custom, Family Planning, Education etc.) • PSC Non cadre Officer. • NSI officer, NBR officer, ATO etc. • Govt. Bankers. # International Organization...... • UNDP Officer • ICDDR’B Scientist • FAO Officer • WFP Officer • JICA Officer • Eco Health Scientist • World Vission Officer • Heifer Executive • CARE Scientist • PKSF Officer • Solidarity Officer • UNFPA Scientist # Non_Govt . Jobs.... • Technical Officer (Medicine & Feed) • Product Executive (Medicine) • Farm Officer • Training Executive • Research Officer (Food, Meat etc) • Veterinary Officer (Brac, Pran, Aftab, Megna group etc) • Livestock Officer ( Various NGO) • Business Development Officer • Section Officer (Private organizations) • Marketing Officer (Medicine & Feed) • Lecturer (Private Technical college) • Private Bankers etc & •. #Departments:১৫ টি Dept. নিযে গড়ে উঠেছে DVM. 1.Department of Anatomy & Histology 2.Department of Physiology 3.Department of Pharmacology & Toxicology 4.Department of Biochemistry & Chemistry 5.Department Of Microbiology & Immunology 6.Department of Epidemiology & Public Health 7.Department of Animal Nutrition 8.Department of Livestock Production & Management 9.Department of Dairy Science 10.Department of Poultry Science 11.Department of Genetics & Animal Breeding 12.Department of Parasitology 13.Department of Pathology 14.Department of Medicine 15.Department of Surgery & Theriogenology (collected & edited)
Posted on: Tue, 27 Jan 2015 09:52:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015