#FIFA #15 Game #Review (#ULTIMATE #TEAM - 1 ) যারা এ - TopicsExpress



          

#FIFA #15 Game #Review (#ULTIMATE #TEAM - 1 ) যারা এ বছর ফিফা ১৫ কিনবেন বা কিনে খেলা শুরু করেছেন তাদের জন্য Ultimate Team খেলা একটু কষ্টকর।অনেক কিছুই আছে হয়ত জানেন না। তাই তাদের জন্যই আমার এই review । #গেম #মেনুঃ ফিফা ১৫ এর শুরুতেই ultimate team মেনু পাবেন ।একই সাথে আপনাকে একটি টিম ও দেওয়া হবে।আপনাকে এই টিম নিয়ে খেলেই ultimate team বানাতে হবে। ফিফা ১৫ এ ঢুকতেই দেখবেন অনেক গুলো features.(#image১ (#image-2).(বাম দিক থেকে শুরু) 1.Fut central 2.Play 3.Squad 4.Store 5.Transfers 6.My Club ১ #Fut #Central: এই মেনু তে আপনি ফিফা ১৫ এর নতুন আপডেট বা team of the week কিংবা আপনার বর্তমান team progress দেখতে পাবেন। একই সাথে নতুন কোন টুর্নামেন্ট আছে কিনা তা দেখে নিতে পারেন। এখানে leader board নামক মেনু থেকে আপনি আপনার current world or local ranking দেখতে পাবেন। ২ #play : এই মেনু (#image-3) তে আপনি ৬ টি অপশন পাবেন খেলার জন্য; a.Single player season b.Online season. c.Single Player tournament d.Online Tournament e.Team of the week f. Play a friend squad/play with friend online/friendly season #single #player #season: এখানে আপনি pc/ps4/xbox one /ps3/xbox 360 এর versus এ খেল্বেন।প্রতি ১০ টি match খেললে আপনার ১ টি season ,শেষ হবে।প্রতি match জিতলে ৩৭৫+ coin পাবেন।আর হারলে ৩২৫ coin পাবেন। #online #season: ultimate team খেলার মজাই হচ্ছে online.বিভিন্ন দেশের gamers ।বিভিন্ন টিম ,বিভিন্ন খেলার ধরন দেখে আপনি অবাক হবে। এখানেও একই রকম নিয়ম।তবে আপনি নিজে থেকে কোন match disconnect করলে ,হারবেন তো অবশ্যই্‌ ,কোন coin কিন্তু পাবেন না। #single and #online #tournament : বিভিন্ন ধরনের টুর্নামেন্ট থাকবে (#image 4) আপনার জন্ন।কিছু unlocked , কিছু locked.আপনাকে খেলে খেলে trophy জিতে টুর্নামেন্ট unlock করতে হবে।টুর্নামেন্ট এর প্রাইজ মানি কিন্তু season এর থেকে বেশি। #team #of #the #week ; প্রতি সপ্তাহের সেরা প্লেয়ার রা থাকে team of the week আপনি চাইলে বিভিন্ন difficulty এই টিম এর সাথে খেলতে পারেন।আপনার coin পাওয়া নির্ভর করবে আপনি কোন difficulty তে খেলছেন ,তার উপর।(#image 5) #play #a #friend #squad #friendly #season: এখানে আপনি আপনার বন্ধুর টিম এর against এ match, friendly or season হিসেবে খেলতে পারেন। এখানেও আপনি coin পাবেন। # SQUAD;;;; আপনার বর্তমান squad আপনি manage করতে পারবেন এখানে।(#image 6).এখানে আমার squad এর ছবি আছে।একটি কথা অবশ্যই বলা উচিত আপনি কত ভাল খেলবেন,তার উপর ই আপনার squad নির্ভর করবে।চেষ্টা করবেন সব match শেষ করতে।internet এর সমস্যা হলে সেই ক্ষেত্রে কিছু করার নেই। #store; এখানে আপনি (images 7,8,9,10) Gold pack(normal 5000 coins) (premium 7500 coins) Silver pack(normal 2500 coins) (premium 3750 coins) Bronze pack(400 coins) (premium 750 coins) promo packs(special packs...it starts from 15000 coins upto 1 lakh coins) FIFA POINTS;(আপনার international credit card থাকলে ।।আপনি pc থেকে origin এর মাধ্যমে ,ps4/ps3 থেকে psn store এ,xbox থেকে তার server থেকে fifa points কিনতে পারেন।আর এই পয়েন্টশ দিয়ে আপনি বিভিন্ন প্যাক কিনতে পারবেন। তবে আমি বলব যে অযথা টাকা নষ্ট করার দরকার নেই।আপনি ভাল খেললে আপনার একটি ভাল টিম করতে বেশি সময় লাগবে না। #transfers; এখানে আপনি প্লেয়ার ও কোচ,জার্সি ,বল, stadium ইত্যাদি কিন্তে,বিক্রি করতে পারবেন।(images 11,12,13) এখানে EPL এর Aron Ramsey ও Joe Hart , Jose Mourinho এর price দেওয়া আছে। এ ছাড়াও আপনার প্লেয়ার দের কে manage করতে a. contracts, b. Fitness c.healing d.Training e.GK training f.Chemistry style g.Position change এর দরকার হবে।আপনি এ সব পাবেন transfer ,এর Consumables মেনু তে। (image 14) #My club : এখানে আপনি আপনার নিজের ক্লাব এর stats ,condition, ইত্যাদি পাবেন।(image 15,)।। আজকে এই পর্যন্তই। আমার পরবর্তী review তে আপনি কিভাবে একটি ভাল ও দ্রুত ultimate team বানাতে পারবেন।তা সম্পর্কে জানাব। review কেমন লাগল জানাবেন। ঈদ মুবারাক।
Posted on: Mon, 06 Oct 2014 09:39:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015