Fart বা পাদ একটি বহুল - TopicsExpress



          

Fart বা পাদ একটি বহুল প্রচলিত শব্দ....... পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যিনি বায়ু নি:সরণ করেননি........ ছোট- বড়, ধনী- গরিব, সাধারণ মানুষ- সেলিব্রেটি সবাই এ কাজটি নিখুতভাবে করে থাকেন........ পাদ মেরে অনেকেই গিনেসবুকে নিজের নাম লিখিয়েছেন........ আসুন জেনে নেই পাদ সম্পর্কে বিস্তারিত ও চমকপ্রদ কিছু তথ্য: * What is Fart? (পাদ কি?) মলদ্বারের মাধ্যমে আন্ত্রিক গ্যাস বিতাড়িত করা......... এটি মাঝে মাঝে গন্ধবিহীন হতে পারে আবার কখনও কখনও মারাত্মক দুঃর্গন্ধযুক্তও হতে পারে........ * Why People Fart? (মানুষ কেন পাদ দেয়?) পাচনতন্ত্র মধ্যে এনজাইম দ্বারা খাদ্য পদার্থ বিপাকীয় ভাঙ্গনের ফলে এ গ্যাস উত্খাত হয়......... অনেক উৎস থেকে আসতে পারে, যা Trapped Air দ্বারা ঘটিত............... যেমন, চর্বণ বা পান করার সময় বায়ু ভিতরে যায় এবং কিছু গ্যাস আমাদের অন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়ার রাসায়নিক বিক্রিয়ার দ্বারা উত্পাদিত হয়........ * Why Do Farts Smell Bad? (পাদে গন্ধ থাকে কেন?) খাবার তালিকায় সালফার সমৃদ্ধ খাদ্য যতবেশি থাকবে Farts এ তত ভয়ানক দুঃর্গন্ধ হবে......... কিছু কিছু খাবার যেমন: মটরশুটি, বাঁধাকপি, পনির, সোডা, এবং ডিম যা অন্যদের তুলনায় অধিক সালফার ধারণ করে......... ১) গড় পাদে বিদ্যমান গ্যাসঃ - 59% নাইট্রোজেন - 21% হাইড্রোজেন - 9% কার্বন ডাই-অক্সাইড - 7% মিথেন - 3% ওক্সিজেন - 1% অন্যান্য ২) দিনে গড়ে একজন মানুষ 14বার পাদ দেয়। ৩) পাদের গতিবেগ - ৭মাইল / ঘন্টা। ৪) গড়ে মানুষ দিনে 1/2 লিটার fart গ্যাস তৈরি করে। ৫) ঠিক বের হয়ে আসার মুহুর্তে পাদের তাপমাত্রা সাধারণত 98.6 ডিগ্রিহয়ে থাকে। ৬) একজন ব্যক্তি যদি 6 বছর 9 মাস একটানা farting করে তা একটি পারমাণবিক বোমা এর সমতুল্য শক্তির সঙ্গে গ্যাস উত্পাদন হবে। ৭) পুরুষ আর মহিলা সমান তালে পাদতে পারে। তবে পুরুষ এ ব্যাপারে মহিলাদের চেয়ে গর্বিত থাকে। ৮) পাদ ধরে রাখা আপনার স্বাস্থ্যের জন্য খারাপ হতে পারে। ৯) Farts Are Flammable :-B ১০) মানুষ মৃত্যুর পরেও Farting করে। মৃত্যু পর তিন ঘন্টা পর্যন্ত, পরিপাক নালীর উভয় প্রান্ত থেকে অবিরত গ্যাস বের হয়। ১১) কিছু সংস্কৃতি আছে, যেখানে লোকজন পাদকে উপভোগ করেন। দক্ষিণ আমেরিকা একটি ভারতীয় উপজাতি এটিকে অভিবাদন হিসেবে Yanomami fart বলে এবং চীনে আপনি একজন পেশাদার fart-smeller হিসেবে কাজ পেতে পারেন! ১২) Top 10 Farters: 1. উইপোকা 2. উট 3. Zebra 4. ভেড়া 5. গরু 6. হাতি 7. কুকুর 8. Vegetarian Human 9. Non Vegetarian Human 10. Gerbil (মরুভূমির ইদুঁর)
Posted on: Fri, 23 Aug 2013 09:09:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015