For BCS/BJS/Bank Job Students . যে কোন লিখিত - TopicsExpress



          

For BCS/BJS/Bank Job Students . যে কোন লিখিত পরীক্ষার জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ। নোট-০৪ (এখানে রয়েছে একটি রচনা ) . ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি: (with English Version) . ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি। প্রতিবেশী দেশগুলো আরো আগেই এই অর্থনীতিকে নিজেদের প্রবৃদ্ধি অর্জনে কাজে লাগালেও; মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্রসীমা জয়ের পর আগ্রহী হয়েছে, বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, সাগরে প্রাণিজ-অপ্রাণিজ সম্পদের সুষ্ঠু ব্যবহার, জিডিপিকে দুই অঙ্কের ঘরে নিতে পারে খুব সহজেই। তবে সবার আগে প্রয়োজন জরিপ, যা দিবে তথ্য। এরপর নিজেদের স্বক্ষমতা বৃদ্ধি। আন্তর্জাতিক আদালতের রায়ে ২০১২ তে মিয়ানমারের সাথে আর চলতি বছর ভারতের সাথে সমুদ্রসীমা বিরোধ নিস্পত্তি হ্ওয়ায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটারের বেশী টেরিটোরিয়াল সমুদ্র এলাকা এখন বাংলাদেশের। সাথে আছে ২০০ নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল ও চট্টগ্রাম উপকূল থেকে ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানের তলদেশে সব ধরনের প্রাণীজ-অপ্রাণিজ সম্পদের ওপর সার্বভৌম অধিকার। দীর্ঘদিন উপেক্ষিত থাকার পর সরকার এখন আগ্রহী হয়ে উঠেছে এই সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমিকে কাজে লাগানোতে। যদিও প্রতিবেশী ভারত, শ্রীলংকা মিয়ানমার ব্লু ইকোনমি নিয়ে কাজ করছে বহু আগে থেকেই। সমুদ্রের যতটা জানা তার চেয়ে বেশী অজানা বাংলাদেশের কাছে। হয়নি কোন জরিপ তাই নেই কোন তথ্য। এরপরও সমুদ্রবিজ্ঞানীরা আভাস দিলেন কি সম্পদ আছে এই ব্লু-ইকোনমির আওতায়। প্রতিবেশী ভারত ও মিয়ানমার বাংলাদেশের সমুদ্রসীমার পূর্ব ও পশ্চিম প্রান্তে যে তেল-গ্যাসের সন্ধান পেয়েছে ভূ-তাত্ত্বিকরা বলছেন প্রবল সম্ভাবনা আছে বাংলাদেশ অংশেও পাবার। এই বিশেষজ্ঞরা বলছেন বঙ্গোপসাগরের সমুদ্র সম্পদ বাংলাদেশকে যেমন দিতে পারে আগামী দিনের জ্বালানী নিরাপত্তা, তেমনি বদলে দিতে পারে অর্থনীতির সামগ্রিক চেহারা। চীন ও জাপান এরইমধ্যে ব্লু ইকোনমিতে বাংলাদেশকে সহায়তার আগ্রহ দেখিয়েছে। এখন প্রয়োজন দক্ষ জনশক্তি তৈরী করে নিজেদের সক্ষমতা বাড়িয়ে এই সম্পদকে নিজেদের কাজে লাগানো।- সূত্র: channel24bd. . প্রধানমন্ত্রী দেশের বিপুল সমুদ্রসীমা থেকে সমুদ্রসম্পদ আহরণে দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, ‘বাংলাদেশের সমুদ্রের জলরাশি ও এর তলদেশে রয়েছে জানা-অজানা জৈব এবং খনিজ সম্পদের ভান্ডার। এ সকল সম্পদের প্রাপ্যতা, উত্তোলন এবং ব্যবহার সম্পর্কে আমাদের পর্যাপ্ত দক্ষ জনবলের অভাব রয়েছে। সুতরাং দেশের বিপুল জলসীমা থেকে সামুদ্রিক সম্পদ আহরণে আমাদের দক্ষ জনশক্তি তৈরি করতে হবে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘পাশাপাশি গভীর সমুদ্রে মৎস্য আহরণ এবং বঙ্গোপসাগরের তলদেশে বিদ্যমান খনিজ সম্পদের উত্তোলনেও আমাদের প্রযুক্তির অভাব রয়েছে।’ তিনি বলেন, ‘দারিদ্র বিমোচন, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলাসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ডে সমুদ্র সম্পদের ভূমিকা অপরিসীম।’ শেখ হাসিনা বলেন, ‘আমাদের রয়েছে বঙ্গোপসাগরের অসীম সম্ভাবনাময় সমুদ্র সম্পদ। বাণিজ্য সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তায় সমুদ্রের খনিজ সম্পদের ব্যবহার, সামুদ্রিক মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, সমুদ্রের পরিবেশ ও জীববৈচিত্র রক্ষার মাধ্যমে বঙ্গোপসাগরকে আমরা উন্নয়নের নিয়ামক ভূমিকায় দেখতে পারি।’ দেশের আর্ন্তজাতিক বাণিজ্যকে পুরোপুরি সমুদ্রনির্ভর উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রায় ১৩০ ডলারের জিডিপি নিয়ে বাংলাদেশের অর্থনীতি জিডিপির আকারে আজ বিশ্বে ৪৪তম।’ প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূর দৃষ্টিসম্পন্ন উদ্যোগের কথা স্মরণ করে বলেন, ‘বঙ্গোপসাগরের বহুমাত্রিক বিশাল সম্ভাবনার কথা বিবেচনা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমুদ্রে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার জন্য দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড ম্যারিটাইম জোন্স অ্যাক্ট, ১৯৭৪ আইন প্রণয়ন করেন।’-সূত্র: thereport24 . আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধনীতে প্রধানমন্ত্রী : ব্লু ইকোনমি খুলে দিতে পারে নতুন দিগন্ত কূটনৈতিক প্রতিবেদক : বাংলাদেশের উন্নয়নে সমুদ্র অর্থনীতির (ব্ল ইকোনমি) বিষয়ে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমুদ্র সম্পদকে উন্নয়নের নিয়ামক হিসেবে ব্যবহার করা সম্ভব। তবে এখনো এক্ষেত্রে যথাযথ পরিকল্পনা, উপযুক্ত জ্ঞান ও প্রযুক্তির অভাব রয়েছে। গতকাল সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত দু’দিনব্যাপী আন্তর্জাতিক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। কর্মশালায় যুক্তরাষ্ট্র, সুইডেন, নেদারল্যান্ডস, ফিলিপাইনস, থাইল্যান্ড, ওমান, ভারত, ইরান, কেনিয়া, তাঞ্জানিয়া, মরিশাস, চীন, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, সিসেল এবং স্বাগতিক বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, ভূ-কেন্দ্রিক উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সমুদ্রভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড আমাদের সামনে খুলে দিতে পারে উন্নয়নের নতুন দিগন্ত। এছাড়া বাণিজ্য সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তায় সমুদ্রের খনিজ সম্পদের ব্যবহার, সামুদ্রিক মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, সমুদ্রের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার মাধ্যমে বঙ্গোপসাগরকে উন্নয়নের নিয়ামক ভূমিকা হিসেবে ব্যবহার করা সম্ভব। সমুদ্রসম্পদ ব্যবহারে প্রযুক্তি ঘাটতির কথা স্বীকার করে শেখ হাসিনা বলেন, সমুদ্র সম্পদের প্রাপ্যতা, উত্তোলন এবং ব্যবহার সম্পর্কে বাংলাদেশের পর্যাপ্ত দক্ষ জনবল এবং প্রযুক্তির অভাব রয়েছে। তবে দক্ষ জনবল তৈরিতে ইতোমধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমুদ্রবিজ্ঞান বিষয়ে উচ্চতর শিক্ষাদান চালু করা হয়েছে। তিনি বলেন, শিল্পোন্নত দেশগুলোর সহায়তায় এসব ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহারের বিষয়েও বাংলাদেশকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। আন্তর্জাতিক আদালতের রায়ে ওই দুই দেশের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারিত হওয়ায় বাংলাদেশ এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সমুদ্র অঞ্চল, ২০০ নটিক্যাল মাইলের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং চট্টগ্রাম উপকূল থেকে ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানে অবস্থিত সব ধরনের প্রাণিজ ও অপ্রাণিজ সম্পদের ওপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অধিকার পেয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তবে মিয়ানমার ও ভারতের সঙ্গে অমীমাংসিত সীমানাকে বড় ‘বাধা হিসাবে’ আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, এ বিষয়টি সবার জানা থাকলেও বিগত ৪০ বছর এ সমস্যা সমাধানে কেউ কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি বরং এ বিষয়ে বিভিন্ন সময়ে জটিলতা সৃষ্টি করা হয়েছে। ফলে প্রতিবেশী রাষ্ট্রগুলোর আপত্তির মুখে কেবল সমুদ্রসম্পদ আহরণের প্রক্রিয়াই বাধাগ্রস্ত হয়নি, দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা বিশ্লেষণ করলে দেখা যায়, যে দেশ সমুদ্রকে যত বেশি ব্যবহার করতে পেরেছে, সে দেশ তার অর্থনীতিকে তত এগিয়ে নিতে সক্ষম হয়েছে। এ সময় বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য পুরোপুরি ‘সমুদ্র-নির্ভর’ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বার্ষিক ৬ শতাংশের ওপর প্রবৃদ্ধি নিয়ে বাংলাদেশের অর্থনীতি একটি সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ আসে সমুদ্র পরিবহনের মাধ্যমে। বঙ্গোপসাগরে বিদ্যমান নানা প্রজাতির মৎস্য ও অন্যান্য জৈবসম্পদ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সামুদ্রিক মৎস্য রফতানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। প্রধানমন্ত্রী জানান, সমুদ্র সৈকতের সৌন্দর্যকে পুঁজি করে কক্সবাজার, সেন্ট মার্টিন এবং কুয়াকাটায় পর্যটন শিল্পকে আরো বিকশিত করার উদ্যোগ নেয়া হয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. সায়েদুল হক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং আন্তর্জাতিক খাদ্য ও কৃষি সংস্থার সহকারী মহাপরিচালক আর্নি ম্যাথিসেন বক্তব্য রাখেন। কর্মাশালায় স্বাগত বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গতকাল কর্মশালায় সামুদ্রিক সম্পদ এবং টেকসই উন্নয়ন, গভীর সমুদ্রের খনিজ সম্পদ, মৎস্য ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সম্পদ এবং বিজ্ঞান ও তথ্য উপাত্ত বিষয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা। আজ মঙ্গলবার ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে আন্তর্জাতিক এ কর্মশালা।-সূত্র: manobkantha . Blue Economy for sustainable development of coastal states: . The Blue Economy, a design theory initiated by Gunter Pauli helps societies shift from scarcity to abundance following a process of priceless value addition. In other way, it is an extended pathway and ground-breaking strategy to support sustainable growth in marine and maritime sector. Blue Economy could create new horizon for the development of a coastal country like Bangladesh. In academic interpretation, blue economic order can stimulate entrepreneurship, competitiveness and employment paving a new way of multiple opportunities to ensure optimum utilization of the sea resources. Now the questions arise: What is blue economy? How does it operate? How does it enhance growth and development? Experts view that sea researchers are drivers of it. Sea water is blue like the sky. The clause Sky is the limit can perhaps be invoked to underscore the enormity of prospect of the venture. In global term, deep seabed resources containing higher concentration of valuable minerals will emerge as the terrestrial alternatives to change the civilization. Ocean mining is more environment-friendly than land mining, but it is highly technology-intensive and more costly than land mining. In terms of global change and technological development, expertise and technological span for seabed mining will not be like a distant dream. Larger number of islands and the huge territorial waterbeds will be the source of planting mangrove forests leading to solidify the fledgling landmass. This way islands will accommodate new habitation, creating green belt to resist sea storm and encourage eco-tourism marking changes in modern civilization. As a matter of fact Blue Economy has transformed economics and the science of business. Evolved by a think tank led by Gunter Pauli as stated earlier, blue economic order moved further when Heitor Gurgulino de Souza, the then Rector of the United Nations University reposed this tank to develop a competitive business model guided by the Kyoto Protocol. Later Blue Economy got more relevance and emerged as a pivotal development model in the marine and maritime sectors. The onslaught of environmental factors, poverty, unemployment, human rights abuses, inaction of policy makers accompanied by unusual business approach of corporate houses are some of the concern of the citizens. Economists generally give more emphasis on growth driven initiative leading to more consumption that pushes citizens to accumulate more debt. This has necessitated the mobilization of best minds and committed individuals to play critical role in evolving pragmatic portfolio to ensure wide-ranging changes in human societies. Recently, Blue Economy has emerged as the most important issue and agenda in the socio-economic arena of Bangladesh. Dhaka has sought the Bay of Bengal Partnership for sustainable economic growth leveraging the blue ocean to its south. Prime Minister Sheikh Hasina while inaugurating a two-day long International Workshop on Blue Economy at a local hotel on Monday emphasised on using the huge potentials of sea and sea resources through proper management to ensure sustainable development. She underscored the need of marine-based economic activities and management of sea and its resources. She said, It is time-befitting in the present perspective to continue sustainable trend of Blue Economy using huge natural and mineral resources in and under the sea and the adjoining areas of the ocean. Blue Economy must be inclusive and people-centric___ Minister for Foreign Affairs said at the closing session of the international workshop on Tuesday. Hosted by Bangladesh for the first time bridging together more than 30 experts and representatives of 20 countries across the world comprehensively dealt the issue and converged that wide ranging collaboration, in research, observation, surveillance and respect of sharing of analyses, outcomes are needed to ensure benefit for the region. The workshop underlined emphasis on certain universal principles of engagement ___ mutual trust, respect, mutual benefits and equitable sharing of benefits for consolidation endeavours of the partners for extracting sea resources for growth and development. Dhaka detailed out its limitation, lacking of expertise and technology to exploit the resources and sought Bay of Bengal partnership to draw up a maritime comprehensive policy planning in the best interest of utilizing huge sea resources to ensure faster development of national economy. Bangladesh Foreign Minister made it clear terming Blue Economy as the robust and key to sustainable development of the country which has been striding for socio-economic transformation. In flashback we refer to the verdict delivered in demarcating sea area dispute by the International Tribunal for the Law of the Sea (ITLOS) on March 14, 2012. It established Bangladeshs claim to 200 nautical miles exclusive economic zone and territorial rights in the Bay of Bengal against Myanmars claim. Again, Bangladeshs objection to Indias claim was filed with the UNs Permanent Court of Arbitration based in The Hague as per Article 287(c). The Indian claims overlapped some of our shallow and deep sea blocks within and beyond 200 nm from Bangladeshs baselines. The Permanent Court of Arbitration (PCA), in the verdict on July 7, 2014, awarded Bangladesh with 19,467 square kilometres (sq km) out of 25,602 sq km disputed area in the bay. Thus, the extended legal maritime territory gave a new vision to Bangladesh for switching over to Blue Economy as a mark of policy shift towards sea-based economic growth and development ___ the core issue of the workshop. Prime Minister Sheikh Hasina has rightly focused on this mainstay saying that skilled manpower from within the country is needed to exploit the huge marine resources. The Bay of Bengal partnership could determine Bangladeshs future development and economic growth through expansion of international trade, use of marine mineral resources, proper management of marine fish resources, and protection of bio-diversity and marine environment. Bangladesh can receive maximum benefit from the extended territorial waters ___ repository of abundant sea resources. Thus, switching to Blue Economy is now of a cardinal importance to Bangladesh economy which is completely sea-borne and with 130 billion dollar GDP. In days long gone by, foreign ships had used Mir Kadem in Munshiganj as a port of call. We also find, between 15th and 17th centuries, this area was a recognised player in building sea-going vessels, which seems to be replaying now as we receive orders from developed countries to build them sea-worthy vessels. We have to take it forward if we are to save $6 billion as freight charges every year for using foreign carriers to transport our total trade volume worth $65 billion across the globe. Experts view that the development of strategic partnership with countries concerned and integration of rapid exploitation of the sea resources could help the country. Thus, integrated efforts of Bangladesh, India and Myanmar can develop strategic partnership keeping national interest at the top. This could be a panacea for growth and development in the region. Under the framework of BIMSTEC and BCIM, Bangladesh, India and Myanmar could cooperate with each other for extracting sea potentials applying more articulation, commitment and tenacity. Dhaka is going to emerge formally as the Secretariat of BIMISTEC next week. The new Secretariat has to redesign activity cycle for bidding and revising production-sharing contract for the best interest of development in the region. A great chance is knocking at the door for the leaders of the member countries to be commonsensical calmer and develop a congenial political climate of leapfrogging to materialise the objective. They can catch the opportunity by uniting their efforts for a flourished future. The pragmatic process marked by reasoning and cooperation would integrate them properly. We believe, the Bay of Bengal partnership emerged at the international workshop on Blue Economy will set a new collaboration process and bring paradigm shift in this direction. Let the strides of Bangladesh enter into the new world of sea resources for growth development and reach its focal point.- Mozidur Rahman Biswas, The writer is a senior journalist of The Daily Observer.
Posted on: Sun, 28 Sep 2014 02:28:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015