Friend list ধোয়া-মুছার কাজ - TopicsExpress



          

Friend list ধোয়া-মুছার কাজ চলিতেসে, এই পরিষ্কার কার্যক্রমে কয়েকটা দিক বিশেষ ভাবে নজর দেয়া হচ্ছে তা হল, *toy/cartoon এ ধরণের হাবিজাবি ছবি PP দেয়া এবং বিগত ৬ মাসে কুনো activity না থাকা, *totally inactive কিছু person যারা একটা সময় সাড়া শব্দ দিলে ও বিগত ৫/৬ মাসে তাঁদের activity 0%, *আর কিছু মানুষ যারা আমার profile কে শো-পিস এর মত মনে করে নিজের লিস্টে সাজায় রাখসে কিন্ত আদৌ কুনো সাড়া শব্দ পাই নাই, *কিছু মানুষ আছে যারা মনে মনে জোরে জোরে চাচ্ছে আমাকে unfriend করে কিন্ত বিভিন্ন দিক চিন্তা করে পারতেসে না তাড়া ও এই ধুয়া-মুছার কার্যক্রমের অংশ। সর্বশেষ একটা অনুরুধ কিছু ফাউল মানুষদের যাদের আমি unfriend করতে পারছি না, দয়া করে আমাকে unfriend করে আমাকে উদ্ধার করুন, এই বাল মার্কা চেহারা গুলা দেখলে আমার বিরক্ত লাগে।
Posted on: Sat, 12 Jul 2014 12:37:37 +0000

Trending Topics



">
SMART-LINK LANGUAGE & TUTORIAL SERVICES always low price!!!
JESUS CHRIST GAVE HIMSELF AS A RANSOME FOR ALL MANKIND; BUT

Recently Viewed Topics




© 2015