I was a reading a post of one of my FB friends. I liked it and - TopicsExpress



          

I was a reading a post of one of my FB friends. I liked it and sharing it for my other FB friends. || আমেরিকার প্রেসিডেন্টদের মিলিটারী সার্ভিস নিয়ে কথা || ১/ আমেরিকার প্রেসিডেন্টদের ইতিহাস পড়ছিলাম। ইতিহাস বললে হয়তো ভূল হবে, আমি তাদের মিলিটারী সার্ভিস রেকর্ড খুঁজছিলাম। এ পর্যন্ত মোট ৪৪ জন প্রেসিডেন্ট এর মধ্যে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা সহ ১২ জন ব্যতীত বাকী ৩২ জনের মিলিটারী সার্ভিস রেকর্ড রয়েছে। যে ১২ জনের মিলিটারী সার্ভিস ছিলো না, তারাঃ জন এ্যাডামস, জন কিউ. এ্যাডামস, মার্টিন ভ্যান বুরেন, গ্রোভার ক্লেভল্যান্ড, উইলিয়াম এইচ. ট্যাফট, উড্রু উইলসন, ওয়ারেন জি. হার্ডিং, কেলভিন কুলিজ, হার্বার্ট হুভার, রুজভেল্ট, বিল ক্লিনটন, বারাক ওবামা। ২/ আমেরিকার প্রেসিডেন্টদের মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্ক ছিলো জর্জ ওয়াশিংটন এর (General of the Armies of the US-6 Star)। এর পরেই ছিলো যথাক্রমে আইসেনহাওয়ার (General of the Army – 5 Star), ইউলিসিস এস. গ্রান্ট (General – 4 Star), ৫ জন মেজর জেনারেল (2-Star) , ৪ জন ব্রিগেডিয়ার জেনারেল (1-Star), ৫ জন কর্নেল, ২ জন কমান্ডার-নেভী (লেঃ কর্নেল সম), ৪ জন মেজর/লেঃ কমান্ডার, ৪ জন ক্যাপ্টেন/নেভী-লেঃ, ২ জন লেঃ/ফার্ষ্ট লেঃ, এবং ২ জন সৈনিক পদের (আব্রাহাম লিংকন ও জেমস বুকানন)। ৩/ এঁদের বিষয়ে আরো কিছু জানতে যেয়ে তাদের যুদ্ধের অভিজ্ঞতার (Combat Experience) রেকর্ড দেখলাম। ৪৪ জন প্রেসিডেন্ট এর মধ্যে যে ৩২ জন প্রেসিডেন্ট এর মিলিটারী সার্ভিস ছিলো, তাদের মধ্যে ১১ জনের কোন Combat Experience ছিলো না। সৈনিক হিসেবে কর্মরত আব্রাহাম লিংকনের কাজ ছিলো যুদ্ধক্ষেত্রে মৃতদের কবর দেয়া। George W. Bush যদিও পাইলট ছিলেন, কিন্তু তাকে কখনোই ভিয়েতনামে পাঠানো হয়নি (কিছুটা আশ্চর্যজনক বটে!)। - রোনাল্ড রিগান যদিও বিমানবাহিনীর ক্যাপ্টেন ছিলেন, তাকে Combat Mission এ পাঠানো হয়নি দূর্বল দৃষ্টীশক্তি (Poor Eyesight) এর জন্য। জিমি কার্টার ছিলেন সাবমেরিনার (Nuclear Specialist) কিন্তু তার কোন Combat Experience ছিলো না। ৪/ প্রেসিডেন্ট এন্ড্রু জ্যাকসন মাত্র ১৩ বছর বয়সে “মিলিশিয়া”তে মেসেঞ্জার (বার্তাবাহক) হিসেবে যুদ্ধে যোগ দেন ও বন্দী হন। পরবর্তিতে তিনি মেজর জেনারেল পদে উন্নীত হন এবং Battle of New Orleans এ জাতীয় বীর হিসেবে স্বীকৃত হন। প্রেসিডেন্ট গ্রোভার ক্লেভল্যান্ড Civil War এর জন্য আর্মীতে যোগ দানের জন্য নির্বাচিত হন, কিন্তু $150 এর বিনিময়ে যুদ্ধে যাওয়া থেকে বিরত থাকেন (US Enrollment Act 1863 অনুযায়ী সে দিনের ধনী মানূষদের জন্য এমন একটি নিয়ম চালু ছিলো)। - প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি. রুজভেল্ট নৌ-বাহিনীতে যোগ দেয়ার প্রচেষ্টা করেন কিন্তু “হাম” (Measles) এ আক্রান্ত হওয়ায় তার এ প্রচেষ্টা ব্যর্থ হয়। পরবর্তিতে তিনি সহকারী নৌ-সচিব (বেসামরিক পদ) পদ থেকে চাকুরীতে ইস্তফা দিয়ে নৌ-বাহিনীতে যোগ দেয়ার চেষ্টা করেন কিন্তু প্রেসিডেন্ট তার ইস্তফা-পত্র প্রত্যাখান করে। ২য় বিশ্বযুদ্ধকালীন তিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। ৫/ সামগ্রিক ভাবে উপরের তথ্যগুলো একটি বিশেষ দিককে নির্দিষ্ট করে, আর তা হলো, আমারিকান ভোটারগন ইতিহাসের একটি উল্লেখযোগ্য সময়, অন্যন্য বিষয় ব্যতীত, প্রেসিডেন্ট নির্বাচনে প্রাক্তন যোদ্ধা বা সামরিক চাকুরীজীবিদের অগ্রাধিকার দিয়েছে।
Posted on: Sun, 29 Sep 2013 02:14:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015