ICB এর একজন পরিচিত - TopicsExpress



          

ICB এর একজন পরিচিত উচ্চপদস্থ কর্মকর্তার থেকে জানতে পারলাম, খুব সম্প্রতি বাংলাদেশের ব্যাংকগুলো তাদের চাকুরি প্রদানের নিয়মকানুন পরিবর্তন করতে যাচ্ছে,,, দেখা যাচ্ছে যে ব্যাংকের কাজের বিভিন্ন প্রয়োজনে অতি সূক্ষ বিষয় জানার প্রয়োজন পড়ে যে বিষয়গুলো বেশিরভাগ ব্যাংক কর্মকর্তাই জানে না(জানবে ক্যামনে? পড়েইনাই তো, শুধু বিবিএ, এমবিএ করলেই তো সব জানা যায়না, ব্যাসিক লাগে)! তাই দেখা যায়, তাদের আলাদা ট্রেনিং লাগে! অথচ সেই বিষয়গুলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ভাগেই শিখানো হয়, তাই ব্যাংকগুলো খুব সম্প্রতি আইবিএ বাদে বাকি সব প্রতিষ্ঠান থেকে পাস করা শিক্ষার্থীদের মধ্যে যার মাধ্যমিক/উচ্চ মাধ্যমিকে ব্যাবসায় শিক্ষা পড়াশুনা করেছে তাদেরকেই প্রাধান্য দিবে,,, অনেক খুশি হয়েছি এই সিদ্ধান্তে, দোআ করি শুধু ব্যাংক না, আমার পড়াশুনা শেষ হতে হতে যেন সব আর্থিক প্রতিষ্ঠানে এই নিয়ম হয়ে যায়!!
Posted on: Sat, 29 Nov 2014 12:01:04 +0000

Trending Topics



min-height:30px;"> CYC CoCo chapter meetings are coming to East County! (Bay Point,

Recently Viewed Topics




© 2015