Importance of Education - TopicsExpress



          

Importance of Education প্যারাগ্রাফ পড়তে গিয়ে আমার চোখ ছানাবড়া! Advanced Learners Communication English (Paper 1) একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য বই, যা ইউসুফ আলী চৌধুরী ও মোফাজ্জল হোসাইনের রচিত। বইয়ের ৬৬১ পৃষ্ঠায় Importance of English প্যারাগ্রাফ পড়ছিলাম। চোখ পড়লো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী লিখেছে...! The Prophet Mohammed (SM) equated one literate non-believer with ten illiterate believers. নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ মুহাম্মাদ (স.) একজন শিক্ষিত কাফেরকে দশজন অশিক্ষিত ঈমানদারের সমান বলেছেন। নাউযুবিল্লাহ। এরকম কথা কেউ বিশ্বাস করলে, তার ঈমানই থাকবে না, আর এইসব জাহিলরা বলে, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বইয়ের লেখকদ্বয় ইংরেজিতে মাস্টার্স করা, উভয়েই ঢাকা সিটি কলেজের অধ্যাপক (প্রফেসর)। এছাড়াও দেশের আরো কিছু কলেজে এবং টিচার্স ট্রেইনিং কলেজের লেকচারার (খণ্ডকালীন) কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, এনারা সম্পূর্ণ জাহিল, মূর্খ ও অজ্ঞ। আর এই অজ্ঞরাই আমাদের বিজ্ঞ করবে???!! একজন ঈমানদার, যার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, সে সারা দুনিয়ার সকল অমুসলিম, কাফের, মুশরিক সবার চেয়ে শ্রেষ্ঠ। চাই সেইসকল কাফেররা ধনে, বলে, শিক্ষায় সবদিক দিয়ে যত উঁচু হোক না কেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারূ ওয়া কাযযাবু বিয়াইয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদূন অর্থাৎ নিশ্চয়ই যারা কুফরী করে আর আমার নিদর্শনসমূহকে মিথ্যাপ্রতিপন্ন করে, তারা জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা চিরকাল থাকবে। [সূরা বাকারা] আর যার মধ্যে সামান্য ঈমান থাকবে, সে জান্নাতে যাবেই। আর একজন শিক্ষিত কাফির দশজন অশিক্ষিত মুমিনের সমান- এই কথা কখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, নয়, নয়। সম্পূর্ণ ঈমান বিধ্বংসী কথা। হায়! কত শিক্ষার্থী এ কথা পড়ে মুখস্ত করছে, অন্তরে গেঁথে নিচ্ছে, লিখছে, অপরকে বলছে। এই কথা নাকি, আমাদের বোর্ড পাঠ্যবইয়েও ছিল, আর প্যারাগ্রাফটাও বোর্ড বইয়ের অনুকণেই লিখেছে, কিন্তু বোর্ড বইয়ে পেলাম না, মনে হয়, এই সংস্করণে ছাপে নি, আর না হয়, আমার চোখে পড়ে নি। আমার সকল সহপাঠী বন্ধুদের অনুরোধ, এই ঈমান ধ্বংস হয়ে যাওয়ার মতো কথা, কেউ পড়বেন না। বিশ্বাস করবেন না। নিজে সাবধান হোন, অন্যকে সাবধান করুন। সামীউর রহমান শামীম 1 hr · Public
Posted on: Sun, 25 Jan 2015 16:57:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015