Just a little ago came across a dumb comparison that says Neuer - TopicsExpress



          

Just a little ago came across a dumb comparison that says Neuer completed 244 passes in the world cup where Messi completed 242. Probably, the goal of the comparison was to prove that Neuer is a better player than Messi. What a self-respectless douche!! পৃথিবীর যেকোন গোলকিপারের সাকসেসফুল পাস কমপ্লিশান রেট একজন ফরোয়ার্ড বা অ্যাটাকিং মিডফিল্ডারের মতই বা কাছাকাছি। এর কারণ খুব সহজ। একজন গোলকিপার যখন একজন ডিফেন্ডারের কাছে বল পাস করে তখন গোলকিপার আর ডিফেন্ডারের মাঝখানে প্রতিপক্ষ দলের কোন খেলোয়াড় থাকে না। আর একজন ফরোয়ার্ড বা অ্যাটাকিং মিডফিল্ডার, সেসহ, ওপরে যাদের কাছে বল পাস দেয় তাদের প্রত্যেকে প্রতিপক্ষ ডিফেন্ডারদের কড়া মার্কিয়ে থাকে। সঙ্গত কারণেই একজন ফরোয়ার্ড বা অ্যাটাকিং মিডফিল্ডারদের সাকসেসফুল পাস কমপ্লেশান অন্য যেকোন পজিশানের প্লেয়ারের পাস কমপ্লেশানের মতই বা ক্ষেত্রবিশেষে কম, অনেকসময় ডিফেন্ডার বা গোলকিপারের চেয়েও। অনেক সময় ডিফেন্ডার বা গোলকিপারদের পাস কমপ্লেশান ~১০০%ও হয়, যেখানে ফরোয়ার্ড প্লেয়ারদের পাস দেয়া বল থাকে দৌড়ের ওপর। তদপুরি, প্রতিটি ম্যাচে মেসি থাকে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি কড়া মার্কিংয়ে। যেসব মাদি-গর্দভ মেসির পাস কমপ্লেশান রেটের সাথে ন্যুয়ারের পাস কমপ্লেশান রেটের স্ট্যাট তুলনা করে সেসব মেধাহীন ডামদের কোন গারদে পাঠানো উচিত? হেমায়েতপুরের ব্যাপারে রেকমেন্ড করবেন, প্লিজ। আরেকটু নিম্নমানের গারদ আশা করছি।
Posted on: Wed, 16 Jul 2014 05:46:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015