#MIUI_6 Unofficial Latest Version ডিটেইলস & - TopicsExpress



          

#MIUI_6 Unofficial Latest Version ডিটেইলস & টিপস :: প্রথমত রমটিতে মেজর কোন বাগ নেই। ক্যামেরা/ভাইব্রেশন এর সমস্যা Fixed. সাউন্ড কোয়ালিটি এবং ক্যামেরা কোয়ালিটিও ভালো। One Handed ইউজ করার জন্য MIUI 6 এর ফিচারটিও ভালো কাজ করে। ব্যাটারী ব্যাক আপ মোটামুটি ভালোই বলা যায়। র‍্যামও ২৫০-৩০০ MB+ পাওয়া যায়। HD games ভালোই চলে, বেশি হাই কোয়ালিটিতে ল্যাগ হতে পারে (Not sure) ইত্যাদি। #Tips_Instructions :::: ***Compulsory*** এই রমটি অন্যান্য রম ফ্লাশিং এর মত ফ্লাশ দিলেই চলবে তবে কিছু সতর্কবাণী :: ১. TWRP রিকোভারি ইউজ করুন। Full Wipe (cache,Dalvik,Data,System) করুন। ২. Advanced এ গিয়ে রিকোভারিতে রিবুট করুন, No OS বলবে,Proceed করুন, এরপর বলবে Root Access নাই root পেতে Swipe করুন। এটি আবার রিকোভারিতে বুট হবে। ৩. Install এ গিয়ে শুধু রমটি ফ্লাশ করুন। অন্য কোন কিছু (Gapps or any package) ফ্লাশ দিবেন। এটা এই রমের বাগ। ৪. Reboot করুন। ইন্সটল কমপ্লিট। ৫. #GappsInstall:: **GoogleApps এর জন্য MI Store থেকে Google লিখে search দিয়ে Google App Installer ইন্সটল করুন। এটি ওপেন করে Play Store install করুন (Service,Framework,Account etc ইন্সটল চাইবে, সেগুলা করুন আগে), তারপর বাকি Google apps (Gmail,Contact sync ইত্যাদি) ইন্সটল করুন** Now download latest version of Play Store,Play Services and Gmail from web and install them by replacing. Then, Go to Tools>Downloads>Settings> ওখানে Download Limit -- Unlimited করে দিন। ফোন রিস্টার্ট করুন, প্লে স্টোর ওপেন করে Google Account দিয়ে Login করুন। #Read2Rock ** I have given some screenshot of MIUI 6 in my Redmi 1S **
Posted on: Fri, 09 Jan 2015 15:39:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015