Mojila Firefox এর Home page এ দিন আপনার - TopicsExpress



          

Mojila Firefox এর Home page এ দিন আপনার ছবি Mojila Firefox এখন open হবে আপনার ছবি দেখিয়ে। Browser এর Home page এর পরিবর্তে দিন আপনার ছবি। যেকোন size অথবা format এর ছবি ব্যবহার করা যাবে কোন software ছাড়াই। নিচের পদ্ধতি অনুসরন করে আপনি এ কাজটি করতে পারবেন। 1. প্রথমে Mojila Firefox এর Menu Bar থেকে Tools > Options এ যান। যদি আপনার menu bar টি show না করানো থাকে তাহলে screen এর বামে উপরে তাকান দেখবেন আপনার Tab এর বামপাশে কমলা color এর Firefox লেখা আছে এতে click করুন তারপর option এ click করে Manu Bar এ click করুন । এতে করে আপনার Mozila Firefox Screen এর বাম দিকের উপরে Manu Bar Show করবে তারপর এ থেকে Tools এ click করুন । 2. এখানে General ট্যাবে click করুন। 3. এবার when firefox starts ট্যাবে show my home page সিলেক্ট করুন। 4. এর নিচে Home page ট্যাবে আপনি যে ছবিটি দিতে চান তার Location type করতে হবে। 5. তারপর OK তে click করুন। 6. এখন Mojila Firefox বন্ধ করে আবার চালু করুন দেখবেন firefox প্রথমেই আপনার ছবিটি দেখাচ্ছে। Image Location Type করার নিয়মঃ ধরুন আপনার E drive এর Multimedia folder এর ভিতর Picture ফোল্ডার এর home page.jpg নামের ছবি দিতে চান। তাহলে , প্রথমেই লিখুন file:/// তারপর Drive এর নাম type করুন অর্থাৎ E drive এর জন্য লিখুন E:/ G drive এর জন্য লিখুন G:/ এরপর Folder specified করুন। Multimedia folder এর ভিতর Picture ফোল্ডার এর জন্য লিখতে হবে Multimedia/Picture/ তারপর ছবিটির নাম লিখুন। ছবির নাম অবশ্যই extension সহ লিখতে হবে। যেমনঃ home page.jpg home.png তাহলেই শেষ। এবার OK তে click করে বেরিয়ে আসলেই হবে। এভাবে E drive এর Multimedia folder এর ভিতর Picture ফোল্ডার এর home page.jpg নামের ছবি দিতে পুরো Line টি হবে এরকম file:///E:/Multimedia/Picture/home page.jpg এই Code টি সঠিকভাবে type করতে পারলে এটি অবশ্যই কাজ করবে।
Posted on: Sun, 08 Sep 2013 08:00:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015